বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে জাপানের নজোমি অকুহারাকে স্ট্রেট সেটে হারিয়ে নজির গড়লেন ভারতীয় শাটলার পি ভি সিন্ধু। সিন্ধুর পক্ষে ম্যাচের স্কোর ২১-৭, ২১-৭ । এর আগের দু’বার রুপো জিতলেও তৃতীয় প্রয়াসে এই প্রথম সোনা জয় করলেন সিন্ধু। প্রথম ভারতীয় হিসেবে বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা পেলেন তিনি ৷
আজ ফাইনাল ম্যাচের শুরু থেকেই দাপট দেখাতে থাকেন সিন্ধু ৷ ম্যাচ যত এগোতে থাকে তত জাঁকিয়ে বসতে থাকেন ভারতের ব্যাডমিন্টন কুইন ৷ প্রথম গেমের মাঝপথে ১১-২ ব্যবধানে এগিয়ে ছিলেন সিন্ধু ৷ এরপর আর ফিরে তাকাতে হয়নি তাঁকে ৷ ২১-৭ ব্যবধানে প্রথম গেম জেতেন সিন্ধু ৷ দ্বিতীয় গেমেও ওকুহারাকে দাঁড়ানোর সুযোগ দেননি সিন্ধু। দ্বিতীয় গেমের মাঝপথে ১১-৪ ব্যবধানে এগিয়ে থেকে প্রথম বিশ্ব চ্যাম্পিয়নশিপ খেতাব জয়ের দোরগোড়ায় পৌঁছে যান হায়দ্রাবাদি তনয়া।
এর আগে প্রাক্তন এক নম্বর ব্যাডমিন্টন তারকা তাই জু ইয়ংকে হারিয়ে বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পৌঁছান পি ভি সিন্ধু। সেমিফাইনালে চতুর্থ বাছাই চেন ইউকে স্ট্রেট সেটে উড়িয়ে দিয়ে বিশ্ব চ্যাম্পিয়নশিপে পৌঁছানোর হ্যাটট্রিক গড়েছিলেন ৷ আর তার পর আজ বিশ্বজয় করলেন ৷
Be the first to comment