অভিনব উদ্যোগে দেওয়ালি উদ্‌যাপন সিঙ্গাপুরে

Spread the love
আলোর রোশনাই আর আতসবাজির খেলায় উৎসবমুখর ভারতবাসী। নিজেদের মতো করে সেই উৎসবে সামিল এ বার সিঙ্গাপুরও। এক অন্যরকম অভিনব উদ্যোগে দেওয়ালি উদ্‌যাপন করছে এই দেশ। সিঙ্গাপুর পরিবহন কর্তৃপক্ষের অসামান্য উদ্যোগে বিখ্যাত সিঙ্গাপুর মেট্রো সেজে উঠেছে দেওয়ালির সাজে। অসাধারণ আলপনা আর রঙ্গোলির রঙে সাজানো হয়েছে মেট্রো রেকগুলো।মেট্রো রেকগুলো শুধু রঙ্গোলির সাজে নয়, ভারতীয় জুয়েলারী, মাটির প্রদীপ, বাহারি ফুল আর সুসজ্জিত হাতির নকশা ফুটে উঠেছে কারুকার্যে। গত ১৫ই অক্টোবর সিঙ্গাপুর সরকার দেশের নর্থ-ইস্ট লাইনের ‘লিটল ইন্ডিয়া’ স্টেশন থেকে তাদের প্রথম দেওয়ালির সাজে সজ্জিত মেট্রোযাত্রা শুরু করে। লিটল ইন্ডিয়া স্টেশনটিকেও রঙ্গোলি আর ফুলের নকশায় সাজান হয়েছে। সিঙ্গাপুর মেট্রো তাদের ফেসবুক পেজে জানিয়েছে প্রতিবেশী ভারতের মতো আলোর উৎসবে উচ্ছ্বসিত তাঁরাও। মেট্রো কর্তৃপক্ষ এও জানিয়েছে যে, এখন থেকে গোটা অক্টোবর মাস জুড়ে দেওয়ালির সাজে সজ্জিত মেট্রো চলবে দেশের নর্থ-ইস্ট লাইন এবং ডাউনটাউন লাইনে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*