আরজি কর কাণ্ডের প্রতিবাদে এবার পথে নামলেন সঙ্গীত শিল্পীরা, গানের বদলে উঠল স্লোগান

Spread the love

চিরন্তন ব্যানার্জি:-

যত দিন যাচ্ছে আরজি কর কাণ্ডের ঝাঁঝ ততো বাড়ছে। প্রতিদিনই তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে রাস্তায় নামছেন আম জনতা থেকে তারকা সকলেই। এবার অভয়ার বিচার চেয়ে রাস্তায় নামলেন সঙ্গীত শিল্পীরা।
সোমবার সন্ধ্যায় সাদার্ন এভিনিউতে শিল্পীরা একজোট হন। সামনে ধরা ব্যানার। ‘আরজি কর কাণ্ডে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে’, এই কথাই লেখা হয় ব্যানারে। নব নালন্দা থেকে গোলপার্ক পর্যন্ত পদযাত্রা হয়। এদিন শিল্পীদের গলায় গানের বদলে শোনা গেল জাস্টিস ফর আরজি কর’এর স্লোগান। এদিনের প্রতিবাদী মিছিলে পা মেলালেন ইন্দ্রদীপ দাশগুপ্ত, মনোময় ভট্টাচাৰ্য, অন্তরা চৌধুরী, পটা, রথীজিৎ ভট্টাচাৰ্য, অন্বেষা দত্তগুপ্ত, লোপামুদ্রা মিত্র, ইমন চক্রবর্তী, কৌশিকী চক্রবর্তী, লগ্নজিতা, অনিক, শিলাজিৎ সহ আরও অনেকে। যদিও এই মিছিলে পা মেলাতে দেখা যায়নি অদিতি মুন্সীকে।
পথ চলায় সহ-শিল্পীদের পাশে পেয়ে কৃতজ্ঞ রূপম ইসলাম। তিনি বলেছেন, “১৪ অগস্টের রাত থেকে দেখছি। সব স্তরের মানুষ স্বেচ্ছায় পথে নেমেছেন। এই প্রতিবাদে আমিও শামিল। নির্যাতিতা যেন ন্যায় পান।” এই প্রতিবাদী মিছিল নিয়েও নানা মতামত উঠে আসছে।
মিছিলে পা মেলান মীর আফসার আলি, শুভ্রজিৎ দত্তও। মীরের আশ্বাস, “এখনকার বোনেরা আর অবলা নন। তাঁরা সম্পূর্ণা। ভাইদের হাতে রাখি বেঁধে তাঁদের নিরাপত্তা চাইতে হবে না।” তিনি আরও যোগ করেছেন, “বোনেরা এগিয়ে যাক। ভাইয়েরা পিছনে আছেন।” গানের দুনিয়ার মানুষেরা মিছিল শেষ করেন গান দিয়ে। ‘যদি তোর ডাক শুনে কেউ না আসে’, ‘পথে এবার নামো সাথী’, ‘আগুনের পরশমণি’ শুনতে শুনতে মিছিলের শেষে ধীর পায়ে হেঁটে চলা এক প্রবীণা বলেন, “এঁরা আছেন, এঁদের গান আছে বলেই কলকাতা এখনও কলকাতাতেই।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*