প্রায় ৪০০ বছরের সিংহবাহিনী মাতার পূজা দলপতিপুর গ্রামে

Spread the love

সুভাষ মজুমদার – সপ্তদশ শতাব্দীর মাঝামাঝি বর্গিদের হাত থেকে গ্রামকে রক্ষা করতে স্বপ্নাদেশে শুরু হয়েছিল সিংহবাহিনী মাতার পূজা। প্রায় ৪০০ বছরের বিশ্বাস আজও অটুট রেখে সিংহবাহিনী মাতার পূজা অনুষ্ঠিত হচ্ছে হরিপাল থানার অন্তর্গত দ্বারহাটা পঞ্চায়েতের দলপতিপুর গ্রামে। প্রতিবছর মাঘ মাসের ২ তারিখে এই পূজা অনুষ্ঠিত হয়। সপ্তদশ শতকের মাঝামাঝি বর্গীরা যখন গ্রামের পর গ্রাম লুট করছে সেই সময় স্বপ্নাদেশে গ্রামের এক পাতকুয়া থেকে সিংহবাহিনী দেবীর মূর্তি উদ্ধার করে গ্রামবাসীরা। গ্রামের মানুষ দেবীর কাছে প্রার্থনা করে যেন বর্গীরা গ্রামে আক্রমণ না চালিয়ে অহল্লাবাই রাস্তা দিয়ে চলে যায়। অবিশ্বাস্যভাবে অন্যান্য গ্রামে লুটতারাজ চললেও রক্ষা পেয়েছিল এই গ্রাম। তারপর থেকেই নবমীর দিন এবং ২রা মাঘ নিয়ম করে পুজো হয় মন্দিরে। ২০১৬ সালে ভগ্নপ্রায় মন্দির পুনঃপ্রতিষ্ঠা হয়। এলাকার আটটি পরিবার পালা করে পূজা করেন দেবীর। প্রথা অনুযায়ী পুজোর দিন ছাগ বলি হয় মন্দিরে। গ্রামের সকলে এই দিন একত্রিত হয়ে মায়ের ভোগ গ্রহণ করেন। সেই দিন গ্রামের কারো বাড়িতে কোন রান্না হয় না। যে সমস্ত মানুষের একান্ত সহযোগিতায় এই পুজো বর্তমানে চলে আসছে তাদের মধ্যে অন্যতম সদস্য শিক্ষক চিরঞ্জয় ব্যানার্জি বলেন “পুরনো রীতি অনুযায়ী আমরা পূজার আয়োজন করে থাকি। দুর্গাপুজো নয় আমরা অপেক্ষা করে থাকি ২রা মাঘ তারিখের এই মন্দিরের পূজার অপেক্ষায়। এই সময় গ্রামের সকল সদস্য বিভিন্ন জায়গায় কর্মরত থাকলেও গ্রামে উপস্থিত হওয়ার চেষ্টা করে।”
ফাইল ছবি

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*