মাসানুর রহমান –
সিঙ্গুরের মানুষের জমি আন্দোলন ও আন্দোলনে শহীদদের স্মরণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সিঙ্গুরের সিঙের ভেড়িতে তৈরী হচ্ছে একটি স্মৃতি সৌধ। এই সৌধকে কেন্দ্র করে একটি সুদৃশ্য পার্কও তৈরী করা হয়েছে। দুর্গাপুর এক্সপ্রেসওয়ের পাশে সিঙের ভেড়ি অঞ্চলের ১ একর জমি চিহ্নিত করা হয়েছে এই পার্কটির জন্য। পার্কের মাঝে থাকবে ৪০ ফিটের সৌধ। সেরা তিনটি নক্সার মধ্যে একটি বাছা হয়েছে। পুরো সৌধটি হবে ফাইবার ও ঢালাইয়ে। তনে মূল সৌধটির উচ্চতা হবে ২৫ থেকে ৩০ ফিট। ১৫ ফুটের একটি মঞ্চের ওপর এটি বসানো হবে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চূড়ান্ত অনুমোদন দিলে তারপরেই মূল সৌধটি স্থাপন করা হবে। সুদৃশ্য আলো দিয়ে ‘নাইট ভিশন’ এর ব্যবস্থা করা হবে। ভিতরে বসার আয়োজনও করা হবে বলে জানা যায়।
Be the first to comment