সিঙ্গুর আন্দোলনের ঐতিহ্য অক্ষুণ্ণ রাখতে তৈরি হচ্ছে সিঙ্গুর সৌধ। সিংহেরভেড়ি মৌজায় এই সৌধ তৈরি হচ্ছে ছ’কোটি টাকায়। সিঙ্গুর আন্দোলনের শহিদ তাপসী মালিক-সহ আন্দোলনকারীদের ছবি-সহ বর্ণনা খোদাই করা থাকবে। পর্যটন মানচিত্রেও সিঙ্গুর সৌধকে যুক্ত করার পরিকল্পনা নিয়েছে প্রশাসন। খুশি সিঙ্গুরের কৃষক-সহ স্থানীয় বাসিন্দারা।
সিঙ্গুরে দুর্গাপুর এক্সপ্রেসওয়ের পাশে সিংহেরভেড়ি মৌজায় মহাপ্রভু আশ্রম। এখানেই জ্বলজ্বল করবে সিঙ্গুর আন্দোলনের স্মৃতি। সিংহেরভেড়ি মৌজায় মহাপ্রভু আশ্রমে তৈরি হবে মিনার। সিঙ্গুর আন্দোলনের শহিদ তাপসী মালিক-সহ আন্দোলনকারীদের ছবি ও জীবন কাহিনি খোদাই করা থাকবে সিঙ্গুর সৌধে। সম্প্রতি মেদিনীপুরে প্রশাসনিক বৈঠকে সিঙ্গুর সৌধের জন্য টাকা অনুমোদন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সিদ্ধান্তে সিঙ্গুরের কৃষক ও বাসিন্দারা খুশি।
৬ কোটি টাকা খরচে তৈরি হবে সিঙ্গুর সৌধ – সিংহেরভেড়ি মৌজায় মহাপ্রভু আশ্রমে সিঙ্গুর সৌধ তৈরি হবে – সিঙ্গুর আন্দোলনের শহিদ তাপসী মালিক-সহ আন্দোলনকারীদের ছবি ও জীবন কাহিনি খোদাই করা থাকবে।
Be the first to comment