সিরিয়ার যুদ্ধবিধ্বস্ত এলাকায় ত্রাণ ও চিকিৎসাসেবা পৌঁছানোর লক্ষ্যে শনিবার সিরিয়ায় ৩০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। যুদ্ধবিরতির সিদ্ধান্তকে সম্মান জানাতে সিরিয়ার ওপর চাপ প্রয়োগ করতে রবিবার রাশিয়ার প্রতি অনুরোধ জানিয়েছে ফ্রান্স ও জার্মানি। কার্যত জাতিসংঘ নিরাপত্তা পরিষদে শনিবার যুদ্ধবিরতির সিদ্ধান্তকে বুড়ো আঙুল দেখিয়ে কয়েক ঘণ্টা পরেই বিদ্রোহী অধ্যূষিত অঞ্চলে সেনা হামলা চালিয়েছে সিরিয়ার সরকারি বাহিনী। সূত্র থেকে জানা যায়, সিরিয়ার রাজধানী দামেস্কের পার্শ্ববর্তী পূর্ব ঘুটায় গত এক সপ্তাহে সিরিয়ার সরকারি বাহিনীর বোমা হামলায় পাঁচ শতাধিক মানুষ নিহত হয়েছে।
সিরিয়ায় মানবিক যুদ্ধবিরতির নির্দেশ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি সিরিয়ার পূর্ব ঘুটায় দিনে ৫ ঘণ্টা মানবিক যুদ্ধবিরতির নির্দেশ দিয়েছেন। রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু প্রেসিডেন্ট পুতিনের নির্দেশের কথা জানিয়ে বলেন, প্রতিদিন সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত যুদ্ধবিরতি চলবে।
ফাইল ছবি
Be the first to comment