হাথরসের নির্যাতিতার বাড়িতে SIT, গ্রামে অভিযুক্তদের পক্ষে সভা

Spread the love

হাথরসের নির্যাতিতার বাড়ি গেলেন বিশেষ তদন্তকারী দলের সদস্যরা। বাড়ির সদস্যদের বয়ান রেকর্ড করার জন্য আজ সেখানে যান তাঁরা। যদিও বিশেষ তদন্তকারী দলের বিরুদ্ধে প্রমাণ লোপাটের অভিযোগ এনেছিল নির্যাতিতার পরিবার। বিচারবিভাগীয় তদন্তের দাবি জানিয়েছিল তারা। আজই নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করবেন ভীম সেনা ও সমাজবাদী পার্টির সদস্যরা।

এদিকে অভিযুক্তদের পক্ষে আজ নির্যাতিতার বাড়ির কাছেই সভার আয়োজন করা হয়। অভিযুক্তদের ফাঁসানো হচ্ছে বলে তাদের দাবি। বিজেপি নেতা রাজবীর সিং পেহলওয়ানের বাড়িতেই এই সভা হয়।

গতকাল নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করেন রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী। নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা বলার অনুমতি পায় সংবাদমাধ্যমও। সংবাদমাধ্যমের সামনে কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন নির্যাতিতার মা। মেয়ের প্রতি অন্যায়ের বিচারের দাবি জানান। তাঁদের টাকা নিয়ে আপসের প্রস্তাব দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন।

ঘটনার তদন্তে আগেই SIT গঠন করেছিল উত্তরপ্রদেশ প্রশাসন। সাতদিনের মাথায় রিপোর্ট জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়। গতকাল CBI-কে এই ঘটনার তদন্তভার তুলে দেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

এদিকে ঘটনার পরই হাথরসে জারি করা হয় ১৪৪ ধারা। ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয়েছিল গ্রামের প্রবেশপথ। কারণ হিসেবে উত্তরপ্রদেশ সরকার জানায়, বিশেষ তদন্তকারী দল বা SIT তদন্ত করছে। তাই নির্যাতিতার গ্রামে কাউকে ঢুকতে দেওয়া যাবে না। সেখানে যেতে গেলে বাধা দেওয়া হয় রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী সহ কংগ্রেস নেতাদের। গতকাল সেখানে প্রবেশের অনুমতি পায় সংবাদমাধ্যম। সন্ধ্যায় গিয়ে নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা বলেন রাহুল ও প্রিয়াঙ্কা।

আজ নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে যাবে ভীম সেনার চন্দ্রশেখর আজাদ। প্রথম থেকেই নির্যাতিতার পরিবারের পাশে দাঁড়িয়েছিলেন তিনি। নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা বলবে সমাজবাদী পার্টির ১১ জনের এক প্রতিনিধিদল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*