সিটের তদন্তে সহযোগিতায় বিশেষ দল গঠন করলো রাজ্য সরকার

Spread the love

কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে কেন রাজ্য সরকার স্পেশাল ইনভেস্টিগেশন টিমের সহযোগিতায় দল গঠন করেনি তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন ওঠছে বিভিন্ন মহলে । সেই অস্বস্তি এড়াতে বৃহস্পতিবার অবশেষে সেই বিশেষ দল গঠনের ঘোষণা করল রাজ্য সরকার ।

বৃহস্পতিবার নবান্ন থেকে একটি নির্দেশিকায় প্রকাশ করা হয়েছে ৷ তাতেই সিটের সহযোগিতায় দল গঠনের কথা বলা হয়েছে ৷ মূলত পাঁচটি জোনে ভাগ করে করে কাজ করবে এই দল । প্রতিটি জোনের দায়িত্বে থাকবেন দু’জন করে আইপিএস অফিসার । প্রথম জোন হল সদর, যেখানে থাকবেন ডিআইজি রেল সোমা দাস ও কলকাতা পুলিশের ডিপিটি কমিশনার (রিসার্ভ ফোর্স) শুভঙ্কর ভট্টাচার্য ।

এরপর থাকছে নর্থ বেঙ্গল জোন, যার দায়িত্ব পেয়েছেন ইন্সপেক্টর জেনারেল (নর্থ বেঙ্গল) ডিপি সিংহ এবং ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (মালদা রেঞ্জ) প্রবীণ ত্রিপাঠি । পশ্চিমাঞ্চল জোনের দায়িত্ব পেয়েছেন অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল (ওয়েস্টার্ন জোনে) সঞ্জয় সিং এবং ইন্সপেক্টর জেনারেল (বর্ধমান রেঞ্জ) বিএল মিনা । সাউথ বেঙ্গল জোনের দায়িত্ব দেওয়া হয়েছে অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল (সাউথ বেঙ্গল) সিদ্ধিনাথ গুপ্ত ও ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (বারাসত রেঞ্জ) প্রসূন বন্দ্যোপাধ্যায়কে । সর্বশেষ জোন কলকাতা, যার দায়িত্ব রয়েছেন কলকাতা পুলিশের অ্যাডিশনাল কমিশনার তন্ময় রায়চৌধুরী এবং জয়েন্ট কমিশনার নীলাঞ্জন বিশ্বাস।

এদিকে ভোট পরবর্তী অশান্তির সিবিআই তদন্তের যে আদেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট সেই আদেশ খারিজের আবেদন নিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছে রাজ্য সরকার। রাজ্যের দাবি, সিবিআই নিরপেক্ষ তদন্ত করছে না এবং শুধুমাত্র কেন্দ্রের নির্দেশে তৃণমূল কর্মীদের মামলায় ফাঁসানোর চেষ্টা করছে। এনিয়ে একটি পিটিশন জমা দেওয়া হয়েছে দেশের সর্বোচ্চ আদালতে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*