ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙার ঘটনায় গঠিত হল SIT

Spread the love

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙার ঘটনায় ৬ সদস্যের বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করলো কলকাতা পুলিশ। SIT-র নেতৃত্ব দেবেন DC (নর্থ) দেবাশিস সরকার। ঘটনায় দ্রুত সম্ভব রিপোর্ট পেশের নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, মঙ্গলবার কলকাতায় অমিত শাহের রোড-শোকে কেন্দ্র ব্যাপক উত্তেজনা ছড়ায়। কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলেজ স্ট্রিট ক্যাম্পাসের সামনে তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে ধুন্ধুমার হয়। দু’পক্ষের মধ্যে খণ্ডযুদ্ধ বেঁধে যায়। বিদ্যাসাগর কলেজের সামনে উত্তেজনা আরও বাড়ে। ভেঙে ফেলা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি।

টিমে রয়েছেন অ্যান্টি রাউডি সেকশনের একজন ইন্সপেক্টর, অ্যাসিস্ট্যান্ট কমিশনার (ডিটেকটিভ ডিপার্টমেন্ট), আমহার্ট স্ট্রিট মহিলা থানার OC সহ অনান্যরা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*