দুষ্কৃতীদের গুলিতে এক ব্যক্তির মৃত্যু ঘিরে তেতে উঠেছে সিতাই। নিহত মাজিদুল মিয়াঁ সিতাইয়ের তৃণমূল বিধায়ক জগদীশ বর্মা বসুনিয়ার ঘনিষ্ট সহযোগী অরুণ বর্মার দেহরক্ষী বলে জানা গিয়েছে।
মাজিদুলের বিরুদ্ধেও সমাজবিরোধী কাজকর্মের একাধিক মামলা রয়েছে বলে পুলিশসূত্রে জানা গিয়েছে। বাসিন্দারা জানান, অরুণ বর্মনের নামেও কাঁপে গোটা এলাকা। তাঁর ডান হাত ছিলেন মাজিদুল।
পুলিশ জানিয়েছে, শুক্রবার রাতে, দিনহাটা থেকে সিতাইয়ের শ্বশুরবাড়িতে আসে অর্জুন মণ্ডল নামে এক দুষ্কৃতী। খবর পেয়েই মাজিদুল, বাহিনী নিয়ে সেখানে যায়। তখনই গুলি ছুড়তে শুরু করে অর্জুন। একটি গুলি মাজিদুলের মাথায় লাগে। ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে সে। এরপরেই এলাকা থেকে পালিয়ে যায় অর্জুন। জেলার পুলিশ সুপার ডাক্তার ভোলানাথ পাণ্ডে জানিয়েছেন , অর্জুন মণ্ডলের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
দিনহাটাতেই ছিল অর্জুনের আস্তানা। সম্প্রতি লাগাতার বোমা-গুলি, অস্ত্র উদ্ধার এ সবের জেরে লাগাতার তল্লাশি অভিযান চালাচ্ছে পুলিশ। চলছে ধরপাকড়। গা ঢাকা দিতেই তাই অর্জুন সিতাইয়ে চলে এসেছিল বলে পুলিশের দাবি। কিন্তু মাজিদুল বাহিনীর কানে সে খবর পৌঁছে যেতেই গণ্ডগোলের সূত্রপাত।
Be the first to comment