সিতাই সীমান্তে বিএসএফের গুলি, নিহত ৪ ‘ গরু পাচারকারি’

Spread the love

কোচবিহারের সিতাই সীমান্তে বিএসএফের-এর গুলি। প্রথমে ২ বাংলাদেশি ও ১ ভারতীয়র মৃত্যুর খবর পাওয়া যায়। পরে আরও এক জনের দেহ উদ্ধার হয়। গরু পাচারের অভিযোগে গুলি, দাবি বিএসএফেরর। সাতভাণ্ডারীতে গুলি চালানো হয় বলে অভিযোগ। তবে বিএসএফ বলছে, মৃত্যু হয়েছে ২ জনের।

অসমর্থিত সূত্রে মোট চার  জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। এক জনের দেহ পড়ে রয়েছে সীমান্তের কাঁটা তারের এপারে। অপর তিন জনের দেহ ওপারে পড়ে। গুলি চালনার ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন।  তবে বিএসএফের বক্তব্য, চোরাপথে গরু পাচার চলছিল। পাচারকারীদের ধরতেই গুলি। এখনও পর্যন্ত তিন জনের দেহ উদ্ধার হয়েছে। বিএসএফের বক্তব্যও খতিয়ে দেখা হচ্ছে।

বিএসএফ এখনও তাদের বক্তব্য অফিসিয়ালি জানায়নি। বিএসএফের অফিসিয়ালি বক্তব্য পাওয়ার পরই বিষয়টি স্পষ্ট হবে। পুলিশের হাতে দেহ তুলে দেওয়া হবে। সমান্তরাল ভাবে তদন্ত হবে পুলিশের তরফেও। এরই মধ্যে কোচবিহারের সীতাইয়ে একই ঘটনা প্রকাশ্যে আসে। বৃহস্পতিবার সন্ধ্যায়  সীমান্তে গুলি চালনার অভিযোগে উত্তপ্ত হয়ে ওঠে সীমান্তবর্তী গ্রাম। জানা যায়, গুলিতে মৃত্যু হয়েছে চার জনের। তাঁদের মধ্যে এক জন ভারতীয় রয়েছে বলেও খবর মেলে। ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

তবে বিএসএফ গুলি চালনার ঘটনায় প্রাথমিকভাবে গরু পাচারকারী তত্ত্বই খাঁড়া করেছে। কেন গুলি চালাতে হল? কেন তাঁদের ধাওয়া করে ধরা গেল না? আদৌ নিহতরা কি গরু পাচারকারী? এসব একাধিক প্রশ্ন উঠছে। বিএসএফের ওপরেও কি হামলা হয়েছিল? প্রতিরোধ গড়তেই কি গুলি? প্রশ্ন উঠছে সেসবও। তবে বিএসএফের সরকারি বক্তব্যের পরই আসল বিষয়টি স্পষ্ট হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*