দলের সাধারণ সম্পাদকের পদ থেকে সরে দাঁড়াতে পারেন সীতারাম ইয়েচুরি

Spread the love

হায়দ্রাবাদে দলের রণনীতির খসড়া কিছুতেই পেশ করতে পারলেন না সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি৷ তার পরিবর্তে রাজনৈতিক প্রস্তাব পেশ করলেন প্রকাশ কারাত। শৃঙ্খলাভঙ্গের মত বেনজির ঘটনা দলের ভাঙনেরই ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

দলীয় সূত্রে খবর দলের অন্দরমহলে বিবাদ বাধে কংগ্রেসের সঙ্গে সখ্যতার জন্য ৷ সীতারাম ইয়েচুরি সহ পশ্চিমবঙ্গের বেশিরভাগ বাম নেতা বিজেপিকে রুখতে কংগ্রেসের হাত ধরার পক্ষেই ৷ তাঁদের বক্তব্যের স্বপক্ষে যুক্তি ধর্মনিরপেক্ষ সব শক্তিকে একই অবস্থানে আনাই যখন লক্ষ তখন কেনই বা কংগ্রেসের সাথে সমঝোতা নয় কেন ? এতেই চরম বিবাদ বাধে কারাত শিবিরের সঙ্গে ইয়েচুরি শিবিরের।

তবে ঘনিষ্ঠ মহলে ইয়েচুরি জানিয়েছেন তাঁর প্রস্তাবিত খসড়া বাতিল হলে তিনি দলের সাধারণ সম্পাদকের পদ থেকে সরে দাঁড়াতে পারেন ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*