দ্বিতীয়বারের জন্য দলের সাধারণ সম্পাদক ইয়েচুরি, কেন্দ্রীয় কমিটিতে বাংলার ৪

Spread the love

সব জল্পনার অবসান ঘটিয়ে দ্বিতীয়বারের জন্য সিপিএমের সাধারণ সম্পাদক হলেন সীতারাম ইয়েচুরি। বিগত কিছুদিন ধরেই সীতারাম না কারাট, কার নীতিতে চলবে দল? এই নিয়ে একটা ডামাডোল চলছিলোই। একাধিক রাজ্যে দলের ভরাডুবির পর হায়দ্রাবাদ পার্টি কংগ্রেসে তা নিয়ে শুরু হয় জোর পর্যালোচনা। কিন্তু দলের পরবর্তী রাজনৈতিক নীতি নির্ধারণে শেষমেষ কংগ্রেসের সঙ্গে জোটের ছাড়পত্র আদায় করেই ছাড়ে ইয়েচুরি ব্রিগেড। আর এরপরেই দলের সাধারণ সম্পাদকের চেয়ারে বসা শুধু সময়ের অপেক্ষা ছিলো। অবশেষে রবিবার এলো সেই মাহেন্দ্রক্ষণ। দ্বিতীয়বারের জন্য সিপিএমের সাধারণ সম্পাদকের পদে বসলেন ইয়েচুরি।

একই সঙ্গে এবারের কেন্দ্রীয় কমিটিতে স্থান পেয়েছেন বাংলার ৪ জন নতুন মুখ। তাঁরা হলেন, সুজন চক্রবর্তী, রবীন দেব, আভাস রায়চৌধুরী ও অমিয় পাত্র। অন্যদিকে, পলিটব্যুরোয় এলেন দু’জন। তাঁরা হলেন নীলোৎপল বসু ও তপন সেন।

পাশাপাশি এদিন মহম্মদ সেলিমকে দল থেকে বহিষ্কারের দাবি তোলেন অন্ধ্রপ্রদেশের সিপিএম সদস্য জি মমতা। বৃন্দা কারাটের বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খোলায় দল থেকে তাঁকে বহিষ্কারের দাবি তোলেন তিনি। ওদিকে কেন্দ্রীয় কমিটিতে বাংলা থেকে স্থান পেয়েছেন

 

এবার একনজরে দেখে নেওয়া যাক নতুন কেন্দ্রীয় কমিটিতে কে কে রয়েছেন?

  • সীতারাম ইয়েচুরি
  • প্রকাশ কারাট
  • এস.রামচন্দ্রন পিল্লাই
  • বিমান বসু
  • মানিক সরকার
  • বৃন্দা কারাট
  • পিনারাই বিজয়ন
  • হান্নান মোল্লা
  • কোদিয়েরি বালাকৃষ্ণান
  • এম.এ.বেবি
  • সূর্যকান্ত মিশ্র
  • মহম্মদ সেলিম
  • সুভাষিণী আলি
  • বি.ভি.রাঘাভুলু
  • জি. রামকৃষ্ণান
  • তপন সেন
  • নিলোৎপল বসু
  • এ.কে.পদ্মনাভ
  • পেনুমল্লি মধু
  • ভি. শ্রীনিবাসা রাও
  • এম.এ.গাফুর
  • দেবেন ভট্টাচার্য
  • আদেশ কুমার
  • অরুণ মেহতা
  • সুরেন্দর মল্লিক
  • ওঙ্কার শাদ
  • মহম্মদ ইউসুফ তারিগামি
  • পি.করুণাকরণ
  • পি.কে.শ্রীমতি
  • এম.সি.জোসেফিন
  • জয়রাজন.ই.পি
  • ভাইকম বিশ্ব
  • টি.এম.থমাস ইসাক
  • এ.বিজয়ারাঘবন
  • কে.কে.শৈলজা
  • এ.কে.বালান
  • এলামারাম করিম
  • অ্যাডাম নরসায়া নারায়ণ
  • মহেন্দ্র সিং
  • আলি কিশোর পট্টনায়েক
  • বাসু দেও
  • আমরা রাম
  • টি.কে.রঙ্গরাজন
  • ইউ.ভাসুকি
  • এ.সৌন্দারা রাজন
  • কে.বালাকৃষ্ণান
  • পি. সম্পথ
  • থাম্মিনেনী ভিরাভদ্রম
  • এস. ভিরায়ে
  • সীথা.রামুলু
  • অঘোরে দেব বর্মা
  • বিজন ধর
  • বাদল চৌধুরী
  • রমা দাস
  • গৌতম দাস
  • হীরালাল যাদব
  • শ্যামল চক্রবর্তী
  • মৃদুল দে
  • রেখা গোস্বামী
  • নৃপেন চৌধুরী
  • শ্রীদীপ ভট্টাচার্য
  • রামচন্দ্র ডোম
  • মিনতি ঘোষ
  • অঞ্জু কর
  • হরি সিং কাং
  • যোগেন্দ্র শর্মা
  • জে.এস.মজুমদার
  • কে.হেমলতা
  • সুধা সুন্দরারামন
  • রাজেন্দ্র শর্মা
  • স্বদেশ দেব রয়
  • অশোক ধাওয়ালে
  • এস.পুন্যবতী

 

এছাড়া নতুন সদস্য হিসেবে জায়গা পেয়েছেন-

  • সুপ্রকাশ তালুকদার
  • অরুণ কুমার মিশ্র
  • কে.এম.তিওয়ারি
  • কে.রাধাকৃষ্ণান
  • এম.ভি.গোবিন্দ মাস্টার
  • যশিন্দর সিং
  • জে.পি.গভিট
  • জি.নাগাইয়া
  • তপন চক্রবর্তী
  • জিতেন চৌধুরী
  • মুরালিধরন
  • অরুণ কুমার
  • ভিজু কৃষ্ণান
  • মারিয়াম ধাওয়ালে
  • রবীন দেব
  • আভাস রায় চৌধুরী
  • সুজন চক্রবর্তী
  • অমিও পাত্র
  • সুখবিন্দর সিং শেখন

স্থায়ী আমন্ত্রিত-

  • রাজিন্দর নেগী (সেক্রেটারি, উত্তরাখন্ড স্টেট কমিটি)
  • সঞ্জয় পারাতে (সেক্রেটারি, ছত্তিশগড় স্টেট কমিটি)

বিশেষ আমন্ত্রিত-

  • ভি.এস.অচ্ছুতানন্দ
  • মাল্লু স্বরাজ্যম
  • মদন ঘোষ
  • পালোলি মহম্মদ কুট্টি
  • পি.রামাইয়া
  • কে.ভারাধারাজন

সেন্ট্রাল কন্ট্রোল কমিশন-

  • বাসুদেব আচারিয়া
  • পি.রাজেন্দ্র
  • এস.শ্রীধর
  • জি.রামুলু
  • বনানি বিশ্বাস

জানা গিয়েছে সদ্য নির্বাচিত নতুন কেন্দ্রীয় কমিটির প্রথম বৈঠক হবে মোট ১৭ জন পলিটব্যুরো সদস্যকে নিয়ে। তাঁদের মধ্যে আছেন-

  • সীতারাম ইয়েচুরি
  • প্রকাশ কারাট
  • এস.রামচন্দ্র.পিল্লাই
  • বিমান বসু
  • মানিক সরকার
  • বৃন্দা কারাট
  • পিনারাই বিজয়ন
  • হান্নান মোল্লা
  • কোদিয়েরি বালাকৃষ্ণান
  • এম.এ.বেবি
  • সূর্যকান্ত মিশ্র
  • মহম্মদ সেলিম
  • সুভাষিণী আলি
  • বি.ভি.রাঘাভালু
  • জি.রামকৃষ্ণান
  • তপন সেন
  • নিলোৎপল বসু

বর্তমান পরিস্থিতিতে জাতীয় স্তরে দলের গুরুত্ব বাড়ানোই সীতারামের প্রধান চ্যালেঞ্জ হবে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*