আগামী তিন মাস একটু বেশি বেতন হাতে পেতে চলেছেন বেসরকারি কর্মীরা। বিকেল চারটেয় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের ঘোষণা তেমনই। তবে অবাক হওয়ার কিছু নেই। কোনও কর্মীর বেতন থেকে যে পরিমাণ টাকা কাটা হত প্রভিডেন্ট ফান্ডের জন্য, আগামী তিন মাস তা কম কাটা হবে। ফলে হাতে যে পরিমাণ বেতন পান বেসরকারি কর্মীরা, এবার তিন মাস একটু বেশি পাবেন।
এদিন নির্মলা সীতারমণ ঘোষণা করেন বেসরকারি ক্ষেত্রে ইপিএফে ১২ শতাংশের বদলে ১০ শতাংশ করে কাটা হবে। এতে সরকারের পক্ষ থেকে ১০ শতাংশ ও কোম্পানিকে ১০ শতাংশ অর্থ দিতে হবে। ফলে কিছুটা হলেও বোঝা কমবে কেন্দ্রের কোষাগারের। আগামী তিন মাস ইপিএফ কম জমা দেওয়ার সুবাদে তাদের কাছে ৬৭৫০ কোটি টাকার নগদ হাতে থাকবে। তবে সরকারি ক্ষেত্রে ১২ শতাংশই পিএফ কাটা হবে বলে জানিয়েছেন সীতারমণ।
কেন্দ্রের ঘোষণা পিএফ কম কাটা হলে কর্মীরা একটু বেশি বেতন হাতে পাবেন ও বেসরকারি সংস্থাগুলিরও একটু সুবিধা হবে। তবে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার আওতাভুক্ত কর্মীদের ওপর এই নিয়ম লাগু হবে না। এই ঘোষণা বাস্তবায়িত হলে ৬.৫ লক্ষ সংস্থা উপকৃত হবে। যার আওতায় রয়েছেন ৪.৩ কোটি কর্মী। বুধবার সাংবাদিক বৈঠকে অর্থমন্ত্রী আরও জানান, ২০১৯-২০ এর জন্যে আয়কর রিটার্নের জন্যে সময়সীমা বাড়িয়ে করা হয়েছে ৩০ নভেম্বর।
একই সঙ্গে জানিয়েছেন যে, টিডিএস ২৫ শতাংশ কম কাটা হবে। এর ফলে ৫০ হাজার কোটি নগদ আসবে। এদিকে এর আগে রিজার্ভ ব্যাংকের সঙ্গে আলোচনা করেই এবার ১২ লক্ষ কোটি টাকা ঋণ নিতে হবে বলে ভাবা হয়েছে। কেন্দ্র জানিয়েছে, চলতি আর্থিক বছরের প্রথম ছয় মাসেই ছয় লক্ষ কোটি টাকা ধার করতে হবে। পাশাপাশি এর ফলে রাজকোষের ঘাটতি যেটার লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৩.৫ শতাংশ সেটাও একই রকম ভাবে বাড়বে বলে মনে করা হচ্ছে।
Be the first to comment