রবিবার গভীর রাতে ঘটে গেলো এক মর্মান্তিক দুর্ঘটনা রাজস্থানের জলোরে। যাত্রী ভর্তি বাস পুড়ে ছাই ও এর ফলে ৬ জনের মৃত্যু হয়েছে।গুরুতর আহত প্রায় ৩০ জন। মর্মান্তিক এই ঘটনার জন্য শোক প্রকাশ করেছেন প্রধান মন্ত্রী ও রাজস্থানের মুখ্যমন্ত্রী।
দুর্ঘটনাটি ঘটেছে রবিবার রাত সাড়ে ১০টা নাগাদ জালোরের মহেশ পুর গ্রামে। বাস টি গত শুক্রবার রাতে বেওয়ার থেকে মান্ডলীর পথে যাত্রা শুরু করেছিল। মান্ডলীর জৈন মন্দির দর্শনের পর রবিবার বেওয়ার ফেরত আসার পথে বাস চালক রাস্তা গুলিয়ে ফেলে ও ভুল রাস্তায় চলে যায় বাসটি।
মাঝপথে বাসটি একটি হাই ভোল্টেজ তারে স্পর্শ করে ও সাথে সাথে আগুন লেগে যায় বাসটিতে।এবং কিছু ক্ষণের মধ্যেই বাসটি পুড়ে ছাই হয়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় বাসের চালক ও খালাসির। উদ্ধারের পর যাত্রীদের মধ্যে ৪জন মুমূর্ষ কে হাসপাতালে নিয়ে গেলে সেখানে মৃত্যু হয় তাদের।আরও ৩০জন সাংঘাতিক ভাবে ঝলসে গেছে আগুনে , এদের মধ্যে ৭জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। তাদের স্থানান্তর করা হয়েছে যোধপুর হাসপাতালে। রাজস্থান সরকার মৃতের পরিবারের জন্য ২লক্ষ টাকা অনুদান ঘোষণা করেছে এছাড়া আহত দের জন্য ৫০ হাজার টাকা অনুদান ও দেওয়া হবে।
ঘটনার জন্য গভীর শোক প্রকাশ করেছেন প্রধানন্ত্রী নরেন্দ্র মোদি। ও রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট।
Be the first to comment