ষষ্ঠ দফায় চার জেলার ৪৩টি কেন্দ্রে ভোট, কোন কোন আসনে, দেখে নিন

Spread the love

আজ বৃহস্পতিবার ২২ এপ্রিল ষষ্ঠ দফায় চার জেলার ৪৩টি কেন্দ্রে ভোট। এর মধ্যে রয়েছে পূর্ব বর্ধমানের ৮টি, উত্তর ২৪ পরগনার ১৭টি, উত্তর দিনাজপুরের ৯টি এবং নদিয়ার ৯টি কেন্দ্র।

পূর্ব বর্ধমানের কেন্দ্রগুলি হল ভাতার, পূর্বস্থলী দক্ষিণ, পূর্বস্থলী উত্তর, কাটোয়া, কেতুগ্রাম, মঙ্গলকোট, আউশগ্রাম, গলসি।
উত্তর দিনাজপুর জেলার কেন্দ্রগুলি হল চোপড়া, ইসলামপুর, গোয়ালপোখর, চাকুলিয়া, করণদিঘি, হেমতাবাদ, কালিয়াগঞ্জ, রায়গঞ্জ ও ইটাহার।
নদিয়ায় রয়েছে করিমপুর, তেহট্ট, পলাশীপাড়া, কালীগঞ্জ, নাকাশিপাড়া, চাপড়া, কৃষ্ণনগর উত্তর, নবদ্বীপ, কৃষ্ণনগর দক্ষিণ।
উত্তর ২৪ পরগনার কেন্দ্রগুলি হল বাগদা, বনগাঁ উত্তর, বনগাঁ দক্ষিণ, গাইঘাটা, স্বরূপনগর, বাদুরিয়া, হাবরা, অশোকনগর, আমডাঙা, বিজপুর, নৈহাটি, ভাটপাড়া, জগদ্দল, নোয়াপাড়া, ব্যারাকপুর, খড়দহ এবং দমদম উত্তর।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*