ফাঁকা জমিতে আগাছা সাফ করছিলেন চারজন। হঠাৎ একটা হাড়ের টুকরো দেখতে পান তারা। তারপর আরও খোঁজাখুঁজি করতে বেরিয়ে আসে আস্ত এক নরকঙ্কাল।হরিদেবপুরের সত্যেন পার্ক এলাকার ঘটনা। জনবসতিপূর্ণ এলাকায় নরকঙ্কাল উদ্ধার হওয়ায় উত্তেজনা ছড়ায় এলাকায়।
সোমবার সকালে হরিদেবপুরের সত্যেন পার্কের ফাঁকা জমিতে আগাছা সাফ করছিলেন চার সাফাইকর্মী। সেইসময় একটি হাড়ের টুকরো দেখতে পান এক সাফাইকর্মী। তিনি বাকিদের ডেকে বিষয়টি দেখান। তারপর ফের ওই জায়গায় সাফাইকর্মীরা আগাছা সাফ করতে শুরু করে। এরপর নরকঙ্কাল উদ্ধার হয়। ঘটনার পর সাফাইকর্মীরাই হরিদেবপুর থানায় খবর দেন। পুলিশ কঙ্কালটিকে উদ্ধার করে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠিয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, কালীপুজোর সময় তন্ত্র সাধনার জন্য কঙ্কালটিকে ব্যবহার করে তারপর কেউ এখানে ফেলে গেছে।
গত বছরের সেপ্টেম্বরে হরিদেবপুর থানা এলাকারই রাজা রামমোহন সরণিতে একটি জমিতে আগাছা পরিষ্কার করার সময় সাফাইকর্মীরা কয়েকটি প্লাস্টিকের ব্যাগ দেখতে পান। সেই ব্যাগ থেকে উদ্ধার হয় ১৪ টি শিশুর কঙ্কাল। পুলিশ জানায়, ওই কঙ্কালগুলি মেডিকেল বর্জ্য। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছিলো। এবার ফের কঙ্কাল উদ্ধার হল হরিদেবপুর এলাকায়। তবে, এবার উদ্ধার হওয়া কঙ্কালটি শিশুর নয়, প্রাপ্তবয়স্ক কোনও ব্যক্তির বলে জানা গেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
Be the first to comment