গরমে তৈলাক্ত ত্বকের সমস্যা

Spread the love

গ্রীষ্মকালীন কড়া রোদ্দুর আর সাথে নিয়ে আসে প্যাচপেচে গরম৷ এই গরমে আমরা অনেকে অনেক রকম ত্বকের সমস্যা নিয়ে চিন্তায় পড়ি৷তাই এই সমস্যার হাত থেকে রেহাই পেতে আমাদের কিছু টিপস্ দিচ্ছেন বিখ্যাত বিউটিশিয়ান শর্মিলা সিং ফ্লোরা..

গরমে তৈলাক্ত ত্বক এর জন্য বার বার করে ঠান্ডা জলে মুখ ধুয়ে ফেলুন৷ তবে এতেও একটু সমস্যা হল বেশী মুখ ধুলে ত্বক এর পি-এইচ ব্যালান্সের ওপড় প্রভাব পরে তাই টোনার দিয়ে মুখ পরিস্কার করুন৷ এছাড়া মিন্ট ওয়াটার দিয়ে মুখ পরিস্কার করুন, স্কিন ক্লিয়ার ব্যবহারও করতে পারেন৷ গরমে খুব ট্যান এর সমস্যা হয় তাই ট্যান রিমুভাল ফেস প্যাক লাগান,আর বাইরে বেরলে সান স্কিন্ লোসান অবশ্যই লাগিয়ে বেরন৷
এছাড়া বাড়িতেই আপনারা চন্দন,মিন্ট,লবঙ্গ তেল,ব্যাসন মিশিয়ে ফেস প্যাক বানিয়ে লাগাতে পারেন৷ তৈলাক্ত ত্বক এর জন্য আবার হালকা ওয়াটার বেস মইসশ্চরাইজার লাগান৷ নাহলে অতিরিক্ত শুষ্ক হয়ে যাবে৷
আপনারা ফ্লোরার ফ্রুট প্রোটিন প্যাক লাগাতে পারেন, গোলাপ জল মিশিয়ে লাগান৷ ত্বক ভাল রাখতে অবশ্য ই কিন্তু ফল খাবেন, আর পাতলা খাবার খাবেন, শরীর ভাল থাকবে৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*