সারা বাংলা SLO সংগঠনের ডাকে বেতন সহ মোট ১৩ দফা দাবিতে নব মহাকরণ অভিযান ও অবস্থান বিক্ষোভে সামিল হলেন রাজ্য সরকারের শ্রম দফতরের SLO কর্মীরা। দীর্ঘ ৭ মাস উপার্জনহীন ও অন্নহীন রাখার প্রতিবাদে বিক্ষোভে সামিল হলেন তাঁরা।
এবিষয়ে শ্রমমন্ত্রী মলয় ঘটককে একটি চিঠিও দেন তাঁরা।
দেখুন চিঠি!
To,
Shri Moloy Ghatak Hon’ble Minister-in-Charge
Labour Department, Government of West Bengal
Now Secretariat Building. (12th Floor) 1, K. S. Ray Road, Kolkata – 7000001
Date : 05/u/20e0
মহাশয়
সবিনয় নিবেদন এই মে আমরা, মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্রন প্রকল্প বিনামূল্যে সামাজিক সুরক্ষা মােজনার পরিষেবায় নিযুক্ত পশ্চিমবঙ্গ সরকারের শ্রমদপ্তর নিযুক্ত প্রায় ছয় হাজার sLo (স্বনিমুক্ত শ্রম সংগঠক) কর্মীনৃন্দ।
মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক প্রচেষ্টা এবং আহে ও নদপ্তরের উদ্যোগে বিনামূল্যে সামাজিক সুরক্ষা যােজনা, এক মহান জনকল্যাণ প্রকল্পের ন্যায় বাংলার কোটিরও অধিক জসংগঠিত শ্রমজীবি মানুষের কর্ম ও ভবিষয জীবনের মান অয়ন সহ সামাজিক সুরক্ষায় বিশেষ উপযােগি, প্রশংসা ও ভরসার সুযোগ্য হয়ে ওঠেছে। আমরা প্রমদপ্তরের নিমুক্ত প্রায় ছয় হাজার SLO কর্মী”সারা বাংলা SL.0 সংগঠন-এর পক্ষ থেকে সরকারের এই মহ ও অভুতপূর্ব সিদ্ধান্তকে প্রশংসা, সাধুবাদ ও কুর্নিশ জানাই এবং এর সুফল বাংলার প্রতিটি অসংগঠিত শ্রমিকেঘরে ঘরে পৌছাতে কন্যাশ্রীর মতো বিনামূল্যে সামাজিক সুরক্ষা যােজনাকে বিশ্ব্ী করে তােলার জন্য আমরা এমনভাবেই অক্লান্ত পরিশ্রম করতে বন্ধপরিকর।
আমরা রাজ্যের বিভিন্ন কর্পোরেশন, পৌরসভা ও পঞ্চমেতে স্থায়ী ভাবে বসেও বিভিয়া এলাকায় অসংখনি শ্রমিকের বাড়ী বাড়ী গিয়ে “সামজিক সুরক্ষা যােজনার নিয়ম অনুযায়ী নির্মাণ, পরিবহন সহ অন্যান্য ৬১ ধরনের পেশায় কর্মরত শ্রমিকের নাম নথিভুকরণের সচেতনতা প্রচার, ফর্ম সংগ্রহ, অনলাইন আলেসন সম্পন্ন, পাশবই গ্রলান, প্রদেয় মাসিক অর্থসগ্হ, শিক্ষা, স্বাস্থ্য, পেনশন, মৃতুকালীন অনুদান, ভিডে ফান্ডের মেয়াদপূর্তির চূড়ান্ত অর্থ প্রদান সহ অসংগঠিত মিলে যায় পরিষেবা প্রদান করে আসছি।
এমতাবস্থায় মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শ্রমিকের কল্যাণে বিনামূল্যে সামাজিক সুরক্ষা যােজনার পরিবেবা প্রজানে অনুলানের ৩০ টাকার সঙ্গে অসংগঠিত শ্রমিকের মাসিক প্রদেয় ২৫ টাকা মিলিয়ে মােট ৫৫ টাকায় রাজ্য সরকার প্রমান কৰে। আমরা সামাজিক সুরক্ষা মানায় অসংগঠিত মিকে মাসিক ২৫ টাকা সংগ্াছে মাত্র ২ (সুই) টাকা কমিশনের বিনিময়ে যাবতীয় পরিষেবা প্রদান করতাম এবং এই খহসামান্য কমিশন পেতে সময় লেগে যেত অর্থবসর। শ্ৰমদপ্তরের আদেশনামা ৪443/WBUSWWB Dated 19-03-2020 এই নির্দেশে মাসিক ২৫ টাকা সংগ্রহ না থাকায় কমিশন রইল না। ঘদিও sto কর্মীদের কমিশনের বিকল্প হিসাবে নির্দিষ্ট কোন মাসিক বেতনেয় সান রাখা হইনি তাতে আমরা আশাহত।
কর্মক্ষেত্রে SLO কর্মীরা দপ্তরের নির্দেশ, নিজের করে প্রতি দায়িত্বশীলতা এবং সর্বপরি শ্রমিকের স্থার্থ মাতে বিচ্লিত হয় তার জন্য শ্রমিক পরিষেবা সদ্যসচেষ্ট এবং সক্রিয়। বর্তমানে কাজের উপমূুক্ত পরিবেশ তৈনী স্বপক্ষে করােনার মহামাৰিৰ সুৰক্ষাবিধি হিসাবে স্বাস্থ্যবিমা, স্বাস্থ্যসাথীর সুবিদা ব্যহীত প্রমিকের বাড়ী গিয়ে তথ্য CAFDATA COLLECTON) সংগ্রহ সহ যাবতীয় পরিষেবা প্রদানের ক্ষেত্ৰ চৰম বিপদজনক ও ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে কাজ করে যেতে হচ্ছে।
প্রকল্পের বাস্তবায়নের লক্ষ্যে রাজোর ১০ কর্মীরা মাথার ঘাম পায়ে ফেলে হাড়ভাঙা পরিশ্রমের মধ্যে দিয়ে অসংগঠিত শ্রমিকের পরিবারকে সামাজিক সুরক্ষা যােজনার আশ্বােস নিয়ে এসে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তাদের পরিবারের সামাজিক সুরক্ষা মােজনার মাবীয় পরিষেবা পৌঁছে দিয়ে থাকি। অথচ বর্তমান করােনা পরিস্থিতিতে সেই হতভাগা $LO কর্মীরা কর্মজীবনের সাত মাস উপার্জনহীন হয়ে পারিবারিক জীবনে কঠিন আর্থিক দুরাবস্থার নিত্যসঙ্গী হওয়ায় অর্ধাহার, জন হত্যা ও মানসিক অবসাদগ্রস্থ হয়ে পড়েছে।
(2)
আপনার প্রতি বিনা অনুরােধের সহিত সহযোগিতা প্রার্থনা করি, যাতে এই ভয়াবহ আর্থিক দূরবস্থায় SLOপরিবার গুলাের স্বার্থে নিশলিখিত দবিগলির স্বপক্ষে প্রয়ােজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
sLO কর্মীদের দাবি সনদ ৪-
sLo দেন নূ্যনতম মাসিক বেতন চালু করতে হবে। ২। sLO কর্মীদের ৮০ বৎসর বয়স পর্যন্ত কর্মসুনিশ্চয়তা প্রদান করতে হবে।
৩। SL০ করে স্বাস্থ্যসাথী ও স্বাস্থ্যবীমার আওতায় আনতে হবে।
৫। মহিলা sLO কর্মীদের মাতৃত্বকালীন ছুটিসহ পারিশ্রমিক প্রদান করতে হবে।
৬। SLO কর্মীদের উৎসব ভাতা দেওয়ার ব্যনস্থা করা হােক।
৭। aLo কর্মীদের BMSSY, BOCWA, Twsss সহ শ্ৰনার অন্যান্য কাজে যুক্ত হতে হবে। ৮। ওLO কর্মীর মৃত্যুতে গরিত্রের একজন কে sLo এর কাজে নিযুক্ত করতে হনে।
৯। sto কর্মীদের অবসরকালীন জীবনে এককালীন আর্থিক সহায়তা দিতে হবে। ১৫। sLO নামের পরিবর্তন করে শ্রমসাথী/শমসহায়ক করতে হবে।
১১। শ্রমিকের সুবিধার্থে Ess এর লেসন পর, পাশবই স্বাক্ষরের অফিকার sLo কমীদের দেওয়া হােক। ১২। sLO কর্মীদের ৭(সাত) মাস কর্মদিবস নষ্টের নায্য ক্ষতিপূরণ দিতে হবে। ১৩। প্রমিকের পরিষেবা প্রদানের সুবিধার্থে suo কর্মীদের কম্পিউটার এবং ইন্টারনেট সংযােগ প্রদান করতে হবে।
শ্ৰমগ্রহের উদ্যোগে পর্যায়ক্রমে প্রকল্পে অভূতপূর্ব অতি সাধন ঘটলেও sLO কর্মীদেরপারিশ্রমিক ও কর্মজীবনের কিন্দুমাত্ উন্নতি হয়নি বরং দিনের পর দিন আমাদের এক চরম অন্ধকার ও সংকট্নুক পরিস্থিতির দিকে ঠেলে দেওয়া হয়েছে।
একমাত্র আপনি পাবেন এই ভয়াবহ পরিস্থিতি থেকে আমাদের রক্ষা করতে, তাই আমাদের SLOপরিবার গুলােকে অকাল প্রয়ালের হাত থেকে বাঁচাতে মানবিক স্বার্থে ছপষক পাবীগুলির স্বপক্ষে সুব্যবস্থা গ্রহণশ করার অনুরােধ রইল। এমতাবস্থায় যাতে আমরা মৌলিক অধিকার থেকে বঞ্চিত না হই তার প্রয়ােজনীয় ব্যবস্থা গ্রহন করে বাধিত করবেন।
Be the first to comment