কেপটাউন টেস্টে বল বিকৃতির কেলেঙ্কারি মাথায় নিয়ে অস্ট্রেলিয়া দলের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালেন স্টিভ স্মিথ। একই সঙ্গে সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নারও অভিযোগ মেনে নিয়ে পদ থেকে সরে দাঁড়িয়েছেন। আপাতত দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কেপটাউন টেস্টে (চতুর্থ দিন থেকে) দলের নেতৃত্ব দেওয়া হয়েছে উইকেটরক্ষক টিম পেইনকে। ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান জেমস সান্ডারল্যান্ড রবিবার সকালেই এই খবরটি জানিয়েছেন। তিনি জানান, আলাপ-আলোচনার পর স্টিভ স্মিথ এবং ডেভিড ওয়ার্নার টেস্টের বাকি সময়টার জন্য অধিনায়ক এবং সহ-অধিনায়ক পদ থেকে সরে দাঁড়াতে সম্মতি জানিয়েছেন।’
এর আগে, কেপটাউন টেস্টের তৃতীয় দিনে বল টেম্পারিংয়ের অভিযোগে অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথের অধিনায়কত্ব কেড়ে নেয়ার নির্দেশ দেন অস্ট্রলিয়া সরকার। রবিবার সরকারের পক্ষ থেকে অস্ট্রেলিয়ার ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাকে (সিএ) এই নির্দেশ পাঠানো হয়। কেপটাউনের বল টেম্পারিংয়ের এই ঘটনাকে ‘অত্যন্ত হতাশাজনক’ বলে উল্লেখ করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল। কেপটাউনে বল ট্যাম্পারিং নিয়ে সিএ’র প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড জানান, অস্ট্রেলিয়া জাতীয় দলে বল ট্যাম্পারিংয়ে দায়ী সবার বিপক্ষেই ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, কেপটাউন টেস্টের তৃতীয় দিনে ফিল্ডার ব্যানক্রফটকে কিছু দিয়ে বল ঘষতে দেখা যায়। এই ভিডিওচিত্রটি ক্যামেরায় ধরা পড়ে এবং মাঠের বড় স্ক্রিনে সম্প্রচারিত হয়। এর সাথে সাথেই শুরু হয় বিতর্কের। দিন শেষে ক্যামেরন ব্যানক্রফট ও অধিনায়ক স্মিথ দু’জনেই এই অভিযোগটি স্বীকার করেন।
ফাইল ছবি
Be the first to comment