স্মিথের এখন সময় কাটছে পরিবারের সঙ্গেই

Spread the love

এই সময় তাঁর অনেক সতীর্থ ভারতে আইপিএলে খেলছেন। তাঁরও রাজস্থান রয়্যালসের হয়ে খেলার কথা ছিল। শুধু খেলাই নয় অধিনায়ক হিসাবেও তাঁর বড় দায়িত্ব ছিল। কিন্তু এখন বল বিকৃতির দায়ে ১ বছরের জন্য নির্বাসিত হয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ। আপাতত প্রায় গৃহবন্দি তিনি। সময় কাটছে পরিবারের সঙ্গেই। এই ঘটনার পর প্রথম থেকেই তিনি পাশে পেয়েছেন নিজের পরিবারকে। ভেঙে পড়েছিলেন। ভুল করেছিলেন। সবই মেনে নিয়েছিলেন। শুক্রবার একটি পোস্টে সেই আবেগ আবার বেরিয়ে এল। প্রেমিকা দানি উইলিসের সঙ্গে একটি ছবি পোস্ট করে স্টিভ লেখেন, ‘অস্ট্রেলিয়ায় বাড়িতে ফিরে খুব ভালো লাগছে। আবার সব কিছুর মধ্যে ফিরতে বেশি দুরে নেই। সময় এসে গিয়েছে সব কিছুতে ফেরার। যে পরিমাণ ই-মেল, চিঠি আমি পেয়েছি সেটা অসাধারণ। সবার বিশ্বাস ফিরে পাওয়ার জন্য আমাকে এখন অনেক কিছু করতে হবে। এই সময়ে বাবা, মা ও দানি যেভাবে আমার পাশে থেকেছে তার জন্য ধন্যবাদ যথেষ্ট নয়। বিশ্বে সব থেকে গুরুত্বপূর্ণ পরিবার। তবুও ধন্যবাদ তোমাদের ভালবাসা আর পাশে থাকার জন্য।’
২০১৮-এর মার্চে কেপ টাউন টেস্টের ঘটনা। বল বিকৃতিতে নাম জড়িয়ে গিয়েছিল স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নার এবং জুনিয়র প্লেয়ার ক্যামেরন ব্যানক্রফটের। ব্যানক্রফটকে নয় মাসের জন্য নির্বাসনে দেওয়া হয়েছে। এই ঘটনা সামনে আসার পর সকলেই ক্ষমা চেয়ে নিয়েছিলেন।

ফাইল ছবি

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*