স্মিথ আগামীদিনে অস্ট্রেলিয়ার অধিনায়ক হবেন বলে মনে করেন টেলর

Spread the love

বল টেম্পারিং-এর দায়ে অভিযুক্ত হয়ে অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড কর্তৃক এক বছরের জন্য নিষেধাজ্ঞা পাওয়া স্টিভ স্মিথ ভবিষ্যতে আবারও অস্ট্রেলিয়ার ক্রিকেট দলের অধিনায়ক হবেন বলে মনে করেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক ও ক্রিকেট অস্ট্রেলিয়ার ডিরেক্টর মার্ক টেলর। তিনি বলেন, ‘নিষেধাজ্ঞা শেষে আবারও অস্ট্রেলিয়ার জার্সিতে নিজেদের সেরাটা দিবে স্মিথ এবং ভবিষ্যতে দলের অধিনায়কত্বও করবে সে।’
গত মার্চে কেপটাউনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্টে বল টেম্পারিং করেন তরুন ব্যাটসম্যান ক্যামেরন ব্যানক্রফট। পরবর্তীতে এ কেলেঙ্কারীর দায় স্বীকার করেন দলের দুই সিনিয়র খেলোয়াড় স্মিথ ও ডেভিড ওয়ার্নার। এমনকি সংবাদ সম্মেলনে ক্ষমাও চেয়েছেন স্মিথসহ অন্য দুই খেলোয়াড়। ক্ষমা চেয়েও পার পাননি তারা। অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড স্মিথ ও ওয়ার্নারকে এক বছরের জন্য এবং ব্যানক্রফটকে নয় মাসের জন্য সাসপেন্ড করে।
নিষেধাজ্ঞার কারনে বর্তমানে জাতীয় দলের বাইরে রয়েছেন স্মিথ, ওয়ার্নার ও ব্যানক্রফট। তবে অদূর ভবিষ্যতে তিনজন আবারো জাতীয় দলে ফিরবে বলে বিশ্বাস করেন টেলর। এমনকি স্মিথ আবারো অস্ট্রেলিয়া দলের অধিনায়ক হবে বলে জানান তিনি।
রবিবার নাইন নেটওয়ার্ক স্পোর্টসকে টেইলর বলেন, ‘আমি এখনো মনে করি, স্মিথ অস্ট্রেলিয়ার অধিনায়ক হতে পারবে। সে দেখেছে, কেপটাউন টেস্টের ঐ দিন কিছু একটা ঘটতে যাচ্ছে এবং সে প্রতিরোধ করেনি। এটা অবহেলাজনিত ভুল। সে প্রতারক নয়, সে একজন ভালো মানুষ। গত কয়েক মাসে যা ঘটেছে, সেটা আমার মতে বড় ক্ষতি।’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*