এবার দার্জিলিংয়ে প্রকাশ্যে ধূমপানে জরিমানা, জারি নির্দেশিকা

Spread the love

সিকিমের গ্যাংটকের মতই দার্জিলিংকে স্বচ্ছ ও দূষণমুক্ত রাখতে উদ্যোগ নিল দার্জিলিং পুরসভা। এবার দার্জিলিংয়ে প্রকাশ্যে ধূমপান, থুতু বা ময়লা ফেলে মোটা টাকা জরিমানা করা হবে পুরসভার তরফে। আগেই এই সংক্রান্ত নোটিশ জারি করা হয়েছিল পুরসভার তরফে। শনিবার থেকে লাগু হচ্ছে কড়া নিয়মাবলী।

দার্জিলিং পুরসভার তরফে জানা গিয়েছে, এখন থেকে দার্জিলিংয়ের প্রকাশ্যে ধুমপান করলে ৫০০ টাকা জরিমানা দিতে হবে অভিযুক্তকে। পাশাপাশি যত্রতত্র থুথু বা আবর্জনা ফেলা নিষিদ্ধ। থুতু ফেললে ৫০০ টাকা জরিমানা, আবর্জনা ফেললে ৫ হাজার টাকা জরিমানা দিতে হবে। এ প্রসঙ্গে দার্জিলিং পুরসভার হামলো পার্টির কাউন্সিলর গোপাল পারিয়ার বলেন, দার্জিলিংকে স্বচ্ছ ও সুন্দর রাখতে আমরা যে সমস্ত নিয়ম জারি করেছিলাম তা সাধারণত কেউ মানছে না। তাই বাধ্য হয়ে আমাদের জরিমানার পথে হাঁটতে হয়েছে।

জানা গিয়েছে, দার্জিলিংয়ের মল, বাজার, স্টেশনে নজরদারি চালাবে পুরসভার বিশেষ টিম। নিয়ম ভঙ্গ হচ্ছে দেখলেই স্পট ফাইন করা হবে অভিযুক্তকে। কেউ চাইলে পুরসভাকে অভিযোগও জানাতে পারবেন। যার জন্য চালু করা হচ্ছে, হোয়াটসঅ্যাপ নাম্বার। অভিযোগকারীর পরিচয় গোপন রাখা হবে বলে জানানো হয়েছে পুরসভার তরফে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*