ভোটের আগে বাংলার মানুষের মন জয় করতে অমিত শাহ নিজের বদলে পাঠিয়েছেন স্মৃতি ইরানিকে । ডুমুরজলায় আজকের সভায় দিল্লির মুখ তিনিই । ডুমুরজলায় ব্যাট করতে নেমে শুরুতেই ছক্কা হাঁকালেন স্মৃতি । পোডিয়ামে এসে মাইক দু’টি একটু গুছিয়ে নিয়ে স্পষ্ট বাংলায় বললেন, শুনতে পেরেছি দিদি এখন ভবানীপুর ছেড়ে নন্দীগ্রামে যাচ্ছেন… দিদিও এখন জানেন বাংলায় এখন পদ্মফুল ঘরে ঘরে । সঙ্গে সঙ্গে দর্শকাসন থেকে হাততালি । বললেন, “তৃণমূল যাচ্ছে, বিজেপি আসছে ।
বাংলায় ১৩৮ জন বিজেপি কর্মী খুন হয়েছেন বলে অভিযোগ করেন স্মৃতি ইরানি । বললেন, “সোনার বাংলা গড়তে তাঁদের বলিদান বৃথা যাবে না ।” স্মৃতি ইরানির বক্তৃতায় আজ আবারও উঠে এল রাজ্যের শাসকদলের রাম-নামের ভয় । বললেন, “যিনি জয় শ্রীরাম ধ্বনিকেও অপমানিত করেন, সেই দলে কোনও দেশ-ভক্ত এক মিনিটের জন্যও থাকতে পারবেন না ।
একইসঙ্গে বাংলার কৃষকরা যে বঞ্চনার শিকার, সেই কথাও তুলে ধরলেন তিনি । বললেন, বাংলার কৃষকদের বঞ্চিত করছেন দিদি । পরিবর্তন হবেই, ঠিক করে নিয়েছেন বাংলার মানুষ । লকডাউনে সাধারণ মানুষের চাল-ডাল তৃণমূল লুট করেছে বলেও অভিযোগ করেন তিনি।
Be the first to comment