ফাইল ছবি,
যখন তৃণমূলের কার্যকর্তারা বলছিলো জোর যার ভোট তার, তখন দিদি আপনার ন্যায়বিচারের কথা মনে পড়েনি? এই মঞ্চ থেকে আমি বিজেপির সেই সমস্ত নেতাদের প্রণাম জানাই যারা পশ্চিমবঙ্গে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য নিজেদের প্রাণ দিয়েছে। তাদের পরিবারকেও প্রণাম জানাই যারা তাদের ছেলে, ভাইদের শহিদ হতে দেখেছে। বুধবার ঝাড়গ্রামের জনসভা থেকে এভাবেই তৃণমূল কংগ্রেস সরকার ও মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দাগলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। পাশাপাশি এদিন উঠে আসে মহাজোট প্রসঙ্গও।
পাশাপাশি তিনি বলেন, আজ বাংলায় সবাইকে ট্যাক্স দিতে হচ্ছে। কলেজে ভর্তি চাও তো তৃণমূলকে তোলাবাজির ট্যাক্স দিতে হবে, শিক্ষকের চাকরি চাও তো তৃণমূলকে তোলাবাজির ট্যাক্স দিতে হবে। গরিবের বাড়ি চাও তো ট্যাক্স দিতে হবে, বিধবা ভাতা চাও তো ট্যাক্স দিতে হবে। জন্ম থেকে মৃত্যু যদি সার্টিফিকেট চাও তাও তৃণমূলকে তোলাবাজির ট্যাক্স দিতে হবে।
স্মৃতি আরও বলেন, ২০১৯-এ নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশে ফের একবার বিজেপির সরকার আসবে। দিদির ওই জোটকে হারাব আমরা।
উল্লেখ্য, ঝাড়গ্রামে বিজেপির সভায় এদিন ছিলেন না অমিত শাহ ৷ বিজেপির সর্বভারতীয় সভাপতিকে ছাড়াই বুধবার সভা করলো বিজেপি নেতৃত্ব ৷ সোয়াইন ফ্লুতে আক্রান্ত হওয়ার কারনে মঙ্গলবারই মালদহে সভার পর কাহিল হয়ে পড়েন তিনি ৷ গতকালই দিল্লি ফিরে যান অমিত শাহ ৷
Be the first to comment