লোকসভা ভোটের আবহে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির ডিগ্রি বিতর্ক নিয়ে ব্যাপক কটাক্ষ করল কংগ্রেস। স্মৃতি ইরানি অভিনীত সিরিয়াল ‘কিঁউকি শাশ ভি কভি বহু থি’-কেই কটাক্ষের ভাষায় ব্যবহার করলেন কংগ্রেসের মুখপাত্র প্রিয়াঙ্কা চতুর্বেদী। তাঁর কথায়, নতুন টিভি শো হবে। নাম হবে, কিঁউ কি মন্ত্রী ভি কভি গ্র্যাজুয়েট থি।
এ দিন রীতিমতো প্যারোডি গেয়ে স্মৃতিকে কটাক্ষ করেন প্রিয়াঙ্কা। একেবারে কিঁউকি শাশ ভি কভি বহু থি-র টাইটেল সং-এর সুরেই। প্যারোডিটি হল, কোয়ালিফিকেশন কে ভি রূপ বদলতে হ্যায়, নয়ে নয়ে সাঁচে মে ঢলতে হ্যায়। এক ডিগ্রি আতি হ্যায়, এক ডিগ্রি যাতি হ্যায়, বনতে অ্যাভিডেফিট নয়ে হ্যায়।
উল্লেখ্য, বৃহস্পতিবার বিজেপি নেত্রী তথা কেন্দ্রীয়মন্ত্রী স্মৃতি ইরানি নির্বাচন কমিশনে হলফনামায় জানান, তিনি গ্র্যাজুয়েট নন। দিল্লি বিশ্ববিদ্যালয়ে যে আন্ডার-গ্র্যাজুয়েট কোর্সে তিনি ভর্তি হয়েছিলেন, তা শেষ করেননি৷ প্রসঙ্গত, এই স্মৃতি ইরানি মোদী সরকার ক্ষমতায় আসার পর কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের দায়িত্ব পান। পরে তথ্য ও সম্প্রচার মন্ত্রকের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্বও পান।
স্মৃতি ইরানির লেখাপড়ার দৌড় নিয়ে বারবারই আক্রমণ করেছেন বিরোধীরা। বিরোধীদের দাবি, স্মৃতি ইরানি আদৌ কলেজের গণ্ডি পেরোননি। স্মৃতি অবশ্য বিরোধীদের দাবি, বার বারই উড়িয়ে দিয়ে বলেছেন, তিনি দিল্লি বিশ্ববিদ্যালয়ের স্নাতক। এ হেন স্মৃতি অবশেষে স্বীকার করলেন, তিনি স্নাতকও নন।
Be the first to comment