সাপের বিষ থেকে বাঁচার উপায় বলে দেবে রাজ্য সরকারের অ্যাপ

Spread the love

মাসানুর রহমান,

সাপের কামড় ও বিষক্রিয়া থেকে বাঁচার ও চিকিৎসার জন্য সরকার নিয়ে এল এক অভিনব পদক্ষেপ। এই অ্যাপ আছে দুটি ভাষায় – ইংরাজী ও বাংলা। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর এই অ্যাপ তৈরী করেছে অ্যানড্রয়েড ফোনের জন্য।

 অ্যাপ সম্পর্কিত তথ্যঃ 

এই অ্যাপ্লিকেশন সাপের কামড়ের বিষয়টি অনুধাবন করে ক্ষতির সম্ভাবনা কমাতে সাহায্য করবে। এখানে বিষের বিষয়েও তথ্য আছে।

এই অ্যাপ্লিকেশনের উদ্দেশ্য বিষাক্ত এবং বিষাক্ত নয় এমন সাপের মধ্যে তফাৎ বোঝানো এবং সাপের কামড় ও অন্যান্য বিষক্রিয়া থেকে সাবধানতামূলক ও নিরাময়মূলক প্রক্রিয়া শেখানো।

এই অ্যাপ সকলকে বৈজ্ঞানিক পদ্ধতিতে নিরাপদ থাকা এবং প্রাথমিক চিকিৎসা বিষয়ে পাঠ দিচ্ছে যার ফলে যে কোনও পরিবার বিষক্রিয়ার ফলে কোনও বড় ক্ষতি হওয়া থেকে বাঁচতে পারবেন।

বিভাগ 

এই অ্যাপ্লিকেশনটি মূলত দুটি ভাগ – সাপের কামড় ও বিষক্রিয়া 

সাপের কামড় বিভাগটি আবারও পাঁচটি ভাগে বিভক্তঃ 

করনীয় এবং করনীয় নয়

নিরাপত্তামূলক পদক্ষেপ

সাপেদের স্বভাব ও আবাস

সাপেদের অবস্থান মানচিত্র

শিক্ষামূলক ভিডিও 

করনীয় এবং করনীয় নয় – বিভাগে লেখাগুলি অ্যাপের মাধ্যমে কানেও শোনা যাচ্ছে।

বিষক্রিয়া বিভাগটি আবারও তিনটি ভাগে বিভক্তঃ  

প্রাথমিক চিকিৎসা

বিষ নিয়ন্ত্রণের বিভিন্ন পরামর্শ

সাধারণ বিষের তালিকা 

টোল ফ্রি নম্বর  

আপৎকালীন সময়ের জন্য টোল ফ্রি নম্বর –  ১৮০০৩৪৫০০৩৩

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*