সৌরভের বাড়িতে করোনা। আক্রান্ত দাদা স্নেহাশিস গাঙ্গুলি। সৌরভের বৌদি তথা স্নেহাশিসের স্ত্রী করোনা আক্রান্ত হয়েছিলেন এর আগেই, তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল।
সেই সময়ে সিএবি সচিবকে হোম কোয়ারেন্টাইনে ছিলেন। এবার করোনা আক্রান্ত স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। আপাতত বাড়িতেই চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে তাঁর। আর সৌরভ গঙ্গোপাধ্যায়-সহ পরিবারের বাকি সদস্যদের হোম কোয়ারেন্টাইনে রাখা হচ্ছে৷ জানা গিয়েছে সৌরভ, স্ত্রী ডোনা, মেয়ে সানা এবং মা-সহ পুরো পরিবারকেই হোম কোয়ারেন্টাইনে রয়েছেন৷
আনলক ওয়ানেও রাজ্যে করোনার দাপট বেড়েছে৷ এ কথা মাথা রেখে রাজ্যের বিভিন্ন কোয়ারেন্টাইন জোনে কড়া লকডাউন ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সিএবি-তে হানা দিল করোনা৷ মারণ এই ভাইরাসে আক্রান্ত হলেন সিএবি সচিব স্নেহাশিস৷ সুত্রের খবর, তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷ সৌরভ-সহ পরিবারের বাকি সদস্যদের হোম কোয়ারেন্টাইনে রাখা হচ্ছে৷।
গত মাসে স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের স্ত্রী করোনা আক্রান্ত হয়েছিলেন৷ কোভিড-১৯ পজিটিভ এসেছিল তাঁর শ্বশুর-শাশুড়ির করোনা রিপোর্টে৷ তখনই শোনা গিয়েছিল স্নেহাশিসের শরীরেও নাকি মিলেছে এই ভাইরাস৷ কিন্তু সিএবি সচিব স্নেহাশিস নিজেই জানিয়ে দিয়েছিলেন, এই খবর সম্পূর্ণ মিথ্যা৷ তিনি একদম ঠিক আছেন৷ কিন্তু এখন কীভাবে স্নেহাশিস করোনা আক্রান্ত হলেন, তা নিয়ে সংশয় দেখা গিয়েছে৷ সিএবি-তে এসেই কি করোনা আক্রান্ত হলেন বিসিসিআই প্রেসিডেন্টের দাদা৷ সম্প্রতি করোনা আক্রান্ত সিএবি-র এক সিনিয়র নির্বাচক৷ সিএবি-র এক সিনিয়র আম্পায়ারের শরীরেও করোনা ভাইরাস মিলেছে ৷
বাংলায় একদিনে ফের আক্রান্তের সংখ্যা বেড়ে গিয়েছে৷ বুধবারের হিসেব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা দেড় হাজার ছাড়িয়েছে৷ তবে একদিনের হিসেবে মৃতের সংখ্যা কমেছে৷ বুধবার রাজ্য স্বাস্থ্যভবনের বুলেটিনের তথ্য অনুযায়ী, একদিনে আক্রান্তের সংখ্যা ১,৫৮৯ জন৷ গতকাল ছিল ১,৩৯০ জনে৷ তবে এই পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৪,৪২৭৷
Be the first to comment