বিশেষ প্রতিনিধি,
তুষারাপাতে কেদারনাথে আটকে পড়েছেন প্রচুর তীর্থযাত্রী৷ সোমবার রাত থেকে কেদারনাথ-বদ্রীনাথ-হেমকুন্ড সাহেব-সহ উত্তরাখণ্ডের উঁচু এলাকাগুলিতে তুষারপাত শুরু হয়। এই ঘটনায় এখনও পর্যন্ত হৃদরোগে আক্রান্ত হয়ে এক তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে। যোশি মঠের কাছে ধসে রাস্তা পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে৷ আবহাওয়া পরিষ্কার না হওয়া পর্যন্ত এই রাস্তাতেও যাত্রা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন।
আবহাওয়া পরিষ্কার না হওয়া পর্যন্ত কেদারযাত্রা আপাতত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। কেদারের পথে আটকে পড়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস বিধায়ক হরিশ রাওয়াত-সহ একাধিক কংগ্রেস নেতাও। আগামী কয়েক দিন উত্তর ভারতে এ রকম আবহাওয়া থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। রবিবার কেদারনাথ দর্শনে যান হরিশ রাওয়াত৷ মূলত মন্দিরের পুনর্নির্মাণের কাজ খতিয়ে দেখতেই তাঁর কেদারনাথ দর্শন৷
তবে শুধু কেদার-বদ্রী নয়, তুষারপাত হয়েছে হিমাচল প্রদেশের লাহুল-স্পিতিতেও। এদিকে, উত্তর ভারতের বিভিন্ন অঞ্চলে সোমবার রাত থেকেই শুরু হয়েছে ধুলোঝড়। মঙ্গলবার সারাদিনও খারাপ আবহাওয়ার খবর মিলেছে৷ দফায় দফায় হয়েছে ঝোড়ো বৃষ্টি৷
Be the first to comment