মাত্র কয়েকদিন আগেই দিল্লি গিয়ে গেরুয়া শিবিরে নাম লিখিয়েছেন শোভন চট্টোপাধ্যায় ও তাঁর বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়। আর তার রেশ কাটতে না কাটতেই দল ছাড়ার ইঙ্গিত দিলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। চলতি মাসের ১৪ তারিখে বিজেপিতে যোগদান করেন তাঁরা। আর বিজেপিতে যোগ দিয়েই রাজ্য বিজেপির উপর ক্ষোভ প্রকাশ করেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। শোভন চট্টোপাধ্যায়ের সংবর্ধনা অনুষ্ঠানের অতিথি তালিকায় তাঁর নাম না থাকায় তীব্র অসন্তোষও প্রকাশ করেছিলেন তিনি। এবার গেরুয়া শিবির থেকে সরে আসতে চাইছেন তাঁরা।
বিজেপি রাজ্য নেতৃত্বের উপর চরম ক্ষুব্ধ বৈশাখী বন্দ্যোপাধ্যায়। এ দিন তিনি বলেন, যে কাজ করার মানসিকতা নিয়ে তিনি দলে এসেছিলেন, তার সম্মান দেয়নি বিজেপি। তাই দল ছাড়ার কথা সংবাদমাধ্যকে জানান তিনি। প্রয়োজনে দিল্লি দিয়ে আইনি প্রক্রিয়ার মাধ্যমে দল ছাড়তে পারেন বলে জানা গিয়েছে। তবে এ বিষয়ে বিজেপির তরফ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
Be the first to comment