দিল্লিতে বৈঠকের পর আপাতদৃষ্টিতে মনে হচ্ছিল সমস্যা মিটে গেছে ৷ মুকুল রায় জানিয়ে দিয়েছিলেন, ওরা বিজেপিতে ছিল ৷ বিজেপি-তেই আছে ৷ কিন্তু, কলকাতা বিমানবন্দরে নামার পর শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের কথাতে স্পষ্ট হয়ে গেল যে সমস্যা এখনও পুরোপুরি মেটেনি ৷
মঙ্গলবার দিল্লি থেকে ফিরে স্বাভাবিকভাবেই সাংবাদিকদের একাধিক প্রশ্নের মুখোমুখি হতে হয় দু’জনকে ৷ সাংবাদিকরা প্রশ্ন করেন তাহলে কি সমস্যা মিটে গেছে ? শোভনবাবু বলেন, পরিষ্কার কথা বলি যে সমস্যা তৈরি হয়েছিল তার জন্য মুকুলদা ডেকেছেন ৷ কথা বলেছেন ৷ কিন্তু, সমস্যার সমাধান যে হয়েছে সে ধরনের কোনও কথা হয়নি ৷ তাহলে সমস্যা মেটেনি ? তিনি বলেন, দেখা যাক কী হয় ৷ উনি দায়িত্ব নিয়েছেন ৷ বিষয়টি নিয়ে পর্যালোচনা করবেন ৷ কিন্তু, যে জটিলতা তৈরি হয়েছে তার পুরো সমাধান হয়ে গেছে, এরকম ধরনের কথা যাঁরা ভাবছেন সেটা মনে হচ্ছে সত্যের একটু অপলাপ হচ্ছে ৷
এরপরই সাংবাদিকরা জানতে চান দেবশ্রী রায়কে নিয়ে কি কোনও কথা হয়েছে ? তার উত্তরে শোভনবাবু বলেন, না মুকুলদা তো সেদিনই (যোগদানের দিন) জানতেন ৷ কার্যকরী সভাপতি নাড্ডার ঘরে ছিলেন ৷ দেবশ্রী রায় নিয়ে কী অবস্থান সেদিনই স্পষ্ট করে জানিয়েছিলাম ৷ তাঁর সঙ্গে দল করা যে সম্ভব নয় সেদিনই নাড্ডাজিকে জানিয়ে দিয়েছিলাম ৷ কিন্তু, দিলীপবাবু যে অন্য কথা বলেছেন ৷ বলেছেন, কোনও শর্ত ছিল না ৷ আমি ঠিক করব কে দলে আসবেন কে আসবেন না ৷ তাঁর সেই বক্তব্যের সঙ্গে সহমত পোষন করে শোভনবাবু বলেন, দিলীপবাবু নিশ্চয় ঠিক করবেন কাকে দলে নেবেন কাকে নেবেন না ৷ এটাও ঠিক কথা বলছেন যে কোনও শর্ত বা কোনও পদ নিয়ে শর্ত দিইনি ৷ কিন্তু, রায়দিঘির বিধায়ক হিসেবে দেবশ্রী রায়ের যোগদান নিয়ে স্পষ্টভাবে আমাদের অবস্থান জানিয়ে দিয়েছিলাম ৷ তিনি বলেন যে, প্রথম দিনই দেবশ্রী রায় সম্পর্কে আমাদের অবস্থান নাড্ডাজিকে জানিয়েছিলাম ৷ অরবিন্দ মেনন, কৈলাস বিজয়বর্গীয়কেও জানিয়েছিলাম ৷ সেদিনই মেননজি জানিয়েছিলেন, দেবশ্রী রায় ক্লোজড চাপ্টার ৷
দিলীপবাবুর আরও একটি বক্তব্য নিয়ে শোভনবাবুকে প্রশ্ন করা হয় ৷ দিলীপবাবু বলেছেন, প্রথম দিকে নতুন জায়গায় সবারই সমস্যা হয় ৷ নতুন বউ বাড়িতে এলে মানিয়ে নিতে সমস্যা হয় ৷ তা নিয়ে শোভনবাবু বলেন, দেখুন দিলীপবাবু ঠিক কী বলেছেন জানি না ৷ এটা ঠিক যে কোনও পরিবারে নতুন কেউ এলে সমস্যা হতে পারে ৷ কিন্তু, তিনি কতটা সহ্য করতে পারবেন তাও মাথায় রাখা উচিত ৷
পাশেই দাঁড়ানো বৈশাখীর গলাতেও শোনা যায় একই সুর ৷ তিনি বলেন, আমি যে ব্যথিত হয়েছি এ ব্যাপারে অস্বীকার করার কিছু নেই এবং পরিস্থিতি রাতারাতি বদলে যায়নি। দিলীপবাবুর বক্তব্য সম্পর্কে তিনি বলেন, কাকে দলে নেবেন, কাকে নেবেন না ,সেটা তাঁর বিষয় ৷ আমরা বলেছিলাম ওনারা যদি মনে করেন দেবশ্রী রায় দলের জন্য বেশি ইউজফুল, ওনারা অবশ্যই নেবেন ৷ তাঁকে কেউ আটকাতে যায়নি ৷ আটকাতে যাবও না ৷ তাহলে তাঁদের অবস্থান কী হবে ? তার উত্তরে তিনি বলেন, অবস্থান যা ছিল তাই থাকবে ৷
Be the first to comment