বিজেপির অরবিন্দ মেননকে দেখতে হাসপাতালে গেলেন শোভন ও বৈশাখী

Spread the love

তৃণমূলে ফেরার জল্পনার মধ্যেই বিজেপি নেতা অরবিন্দ মেননকে হাসপাতালে দেখতে গেলেন শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায় ৷ শনিবার সন্ধ্যায় বেলভিউ নার্সিংহোমে মেননকে দেখতে যান দুজনে ৷ জানা গিয়েছে, অরবিন্দ মেনন চিকনগুনিয়ায় আক্রান্ত হয়েছেন ৷

বৃহস্পতিবার বিকাশ ভবনে গিয়ে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন বৈশাখী বন্দ্যোপাধ্যায় ৷ প্রায় দেড়ঘণ্টার বৈঠক হয় দুজনের মধ্যে ৷ তার ২৪ ঘন্টা কাটতে না কাটতেই পশ্চিমবঙ্গের বিজেপির পর্যবেক্ষক অরবিন্দ মেননকে দেখতে গেলেন শোভন-বৈশাখী ৷ শনিবার সন্ধ্যা ৭টা ৪০ মিনিট নাগাদ তাঁরা হাসপাতালে ঢোকেন, ছিলেন প্রায় আধ ঘণ্টা। বিজেপি নেতাকে হাসপাতালে দেখতে যাওয়ার মধ্যে রাজনীতির কোনও যোগ নেই বলে দাবি শোভন-বৈশাখীর ৷

হাসপাতাল থেকে বেরিয়ে সংবাদমাধ্যমকে শোভন চট্টোপাধ্যায় বলেন, তিনি এই শহরে এসে অসুস্থ হয়ে পড়েছেন, সেটা শুনে দেখতে এসেছি ৷ আমি আমার কর্তব্যটুকু পালন করেছি ৷ আপনারা এর মধ্যে অন্য কিছু খোঁজার চেষ্টা করলে আমার কিছু যায় আসে না ৷ বৈশাখী বন্দ্যোপাধ্যায় বলেন, আমি রাজ্যের শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম ৷ তিনি সংবাদমাধ্যমকে বলেছেন যে, আমার কলেজের কিছু সমস্যা নিয়ে আমি তাঁর সঙ্গে কথা বলতে গিয়েছিলাম ৷ কিন্তু অরবিন্দজির সঙ্গে আমার পারিবারিক সম্পর্ক ৷ উনি অসুস্থ শুনে কিভাবে না গিয়ে থাকতে পারি?

উল্লেখ্য, ১৪ অগাষ্ট বিজেপিতে যোগ দিয়েছিলেন শোভন-বৈশাখী ৷ কিন্তু শুরু থেকেই বঙ্গ বিজেপির সঙ্গে তাঁদের দূরত্ব তৈরি হয় ৷ বৈশাখীও রাজ্যের গেরুয়া শিবিরকেও একাধিকবার তুলোধনা করেন ৷ যদিও বৈশাখীর কোনও কথাকেই পাত্তা দেয়নি দিলীপ ঘোষরা ৷

বিজেপি থেকে আনুষ্ঠানিকভাবে এখনও তাঁরা বেরিয়ে যাননি, কিন্তু ভাইফোঁটায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি গিয়ে আগামী দিনের ‘পদক্ষেপ’ স্পষ্ট করে দিয়েছেন শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়। তারপরও কলকাতা চলচ্চিত্র উৎসবেও হাজির হয়েছিলেন দুজনেই।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*