আবার গোঁসা শোভন চট্টোপাধ্যায়ের। বিজেপির সঙ্গে সম্পর্কের তাল ফের কাটল। বিজেপির বিজয় সম্মেলনীতে ডাকা হল না বৈশাখীকে। সদ্য অরবিন্দ মেনমনের সঙ্গে বৈঠক হয়েছে শোভন-বৈশাখীর। আর তা ঘিরেই তৈরি হয়েছিল জল্পনা। নতুন করে বিজেপির সঙ্গে সুসম্পর্কের পরিস্থিতি তৈরি হয়েছিল। কিন্তু ফের বিজেপির আমন্ত্রণ ঘিরেই তাল কেটেছে।
শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায় দু’জনেই বিজেপির রাজ্য কমিটির সদস্য। একজন নিমন্ত্রণ পেলে অন্যজনেরও তা পাওয়ার কথা। কিন্তু তা না-হওয়ায় শোভন-ঘনিষ্ঠ মহলের ধারণা, রাজ্য বিজেপির একাংশ ‘ইচ্ছাকৃত’ ভাবে এই বিভাজন করছে। তাদের বক্তব্য, রাজ্য বিজেপির একাংশ চায় শোভন-বৈশাখী বিজেপিতে থাকলেও তাঁরা যেন যৌথভাবে দলের কাজ না করেন কিংবা একসঙ্গে সামনে না আসেন। তাঁদের ধারণা এই ‘বিভাজনের নীতি’ জারি থাকলে শোভন-বৈশাখীকে আবার দল ছাড়ার পথে যেতে হতে পারে।
শুক্রবার রাতের বৈঠকে কথাবার্তা অন্যরকম হয়েছিল বলেই জানা গিয়েছে। আগামী বিধানসভা নির্বাচনে শোভন-বৈশাখী দলে কী ভূমিকা নিতে চলেছেন, তা নিয়েই ছিল মূলত রাতের বৈঠক বসেছিল। সূত্রের খবর, দু’পক্ষের তরফেই কিছু প্রস্তাব রাখা হয়। যা নিয়ে দীর্ঘ আলোচনা চলে। শুক্রবার রাতের বৈঠকে কথাবার্তা অন্যরকম হয়েছিল বলেই জানা গিয়েছে।
আগামী বিধানসভা নির্বাচনে শোভন-বৈশাখী দলে কী ভূমিকা নিতে চলেছেন, তা নিয়েই ছিল মূলত রাতের বৈঠক বসেছিল। সূত্রের খবর, দু’পক্ষের তরফেই কিছু প্রস্তাব রাখা হয়। যা নিয়ে দীর্ঘ আলোচনা চলে।
Be the first to comment