বিজেপির মেগা-মিছিলে এলেন না শোভন চট্টোপাধ্যায়

Spread the love

বিজেপিতে শোভন চট্টোপাধ্যায়ের গ্র্যান্ড ওপেনিং হল না। সোমবার কলকাতায় বিজেপির মেগা মিছিলে গরহাজির শোভন চট্টোপাধ্যায়। মিছিলে এলেন না শোভন-বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়। এমনিতেই পুলিশের তরফে বিজেপির এই মিছিলের অনুমতি দেওয়া হয়নি। যদিও শর্তসাপেক্ষে মিছিলের অনুমতি মিলেছে বলে দাবি বিজেপির।

সোমবার নির্ধারিত সময়ের বেশ কিছুটা পরে আলিপুর থেকে বিজেপির মেগা-মিছিল শুরু হয়। বিজেপির এই কর্মসূচিতে থাকার কথা শোনা গিয়েছিল শোভন চট্টোপাধ্যায় ও তাঁর বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের। মূল বিজেপিতে শোভন চট্টোপাধ্যায়ের গ্র্যান্ড ওপেনিংয়ের সবরকম প্রস্তুতি সাড়া হয়ে গিয়েছিল।

তবে তাল কাটল বান্ধবী বৈশাখীর মিছিলে আমন্ত্রণ না পাওয়া নিয়ে। জানা গিয়েছে, রবিবার রাত পর্যন্ত শোভন-বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে সোমবারের মিছিলে থাকার জন্য রাজ্য বিজেপির তরফে আমন্ত্রণ জানানো হয়নি। সেই কারণে আগেই মিছিলে থাকবেন না বলে সাফ জানিয়ে দিয়েছিলেন বৈশাখী।

বৈশাখী না এলেন সোমবার ‘বিজেপির আর নয় অন্যায়’ শীর্ষক কর্মসূচিতে শোভন চট্টোপাধ্যায় থাকবেন বলে ধরে নেন বিজেপি নেতৃত্ব। সোমবার সকাল থেকেই আলিপুরে জড়ো হতে থাকেন বিজেপির নেতা-কর্মীরা। এদিন বেলা আড়াইটে নাগাদ মিছিল শুরুর কথা ছিল।

শোভন চট্টোপাধ্যায়কে বিজেপিতে সক্রিয় ভূমিকায় ফেরাতেই এই কর্মসূচির আয়োজন করা হয় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে। তবে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও এদিন আলিপুরে দলের কর্মসূচিতে যোগ দেননি শোভন। যা নিয়ে বিজেপিতে অস্বস্তি বাড়তে থাকে। অন্যদিকে, শোভন চট্টোপাধ্যায়কে বুঝিয়ে মিছিলে আনার চেষ্টায় সচেষ্ট হন বিজেপি নেতারাও।

শেষমেশ সাড়ে তিনটের পরে আলিপুর থেকে বেরোয় মিছিল। অন্যদিকে, সোমবার বিজেপির এই মিছিলের লিখিত অনুমতি দেয়নি পুলিশ। পরে পুলিশের সঙ্গে দফায়-দফায় আলোচনা সারেন বিজেপি নেতারা। রুট বদলে, মিছিলে গাড়ির সংখ্যা কমিয়ে কর্মসূচি শুরু হয়।

শোভন চট্টোপাধ্যায় না এলেও এদিন মিছিলে ছিলেন বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাশ বিজয়বর্গীয়, মুকুল রায়, অর্জুন সিং। সুসজ্জিত ট্যাবলো নিয়ে বিপুল উচ্ছ্বাস-উন্মাদনায় মিছিলে সামিল হন বহু বিজেপি কর্মী-সমর্থক।

এদিকে, বারংবারের অনুরোধেও এদিন বিজেপির এই মেগা কর্মসূচিতে শোভন চট্টোপাধ্যায় যোগ না দেওয়ায় তাঁর রাজনৈতিক অবস্থান নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। আদৌ তিনি বিজেপিতে সক্রিয় ভূমিকায় নামবেন কি না তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*