মঙ্গলবার রাতে শোভন চট্টোপাধ্যায়ের গোলপার্কের বাড়িতে পার্থ চট্টোপাধ্যায় গিয়েছিলেন এবং তাদের মধ্যে বৈঠকও হয়েছে বলে সূত্রের খবর। কিন্তু ঠিক কী কথা শোভনের সঙ্গে পার্থবাবুর হয়েছে, সে বিষয়ে কোনও পক্ষই মুখ খোলেনি। মঙ্গলবার রাত পৌনে ১০টা নাগাদ রাজ্যের শিক্ষামন্ত্রী তথা তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় শোভন চট্টোপাধ্যায়ের বাড়ি যান বলে জানা গিয়েছে। রাত দেড়টার পরে তাঁকে বেরোতে দেখা গিয়েছে সেখান থেকে।
তবে পার্থ চট্টোপাধ্যায় যে শোভনের বাড়িতে গিয়ে দীর্ঘক্ষণ ছিলেন, সে কথা অস্বীকার করেননি বৈশাখী বন্দ্যোপাধ্যায়। এক সংবাদমাধ্যমকে দেওয়া বিবৃতিতে এদিন বৈশাখী বলেন, পার্থ চট্টোপাধ্যায় এসেছিলেন ঠিকই, কিন্তু বৈঠক করতে নয়। শোভন চট্টোপাধ্যায় এবং পার্থ চট্টোপাধ্যায় পরষ্পরের রাজনৈতিক সহকর্মী দীর্ঘদিন ধরে। সহকর্মী হিসেবেই তিনি দেখা করতে এসেছিলেন। ঘটনাচক্রে সেখানে আমিও ছিলাম। তাই দু’জনের সঙ্গেই আমারও অনেক কথা হয়েছে।
কি কারণে এই বৈঠক? তবে কি আবার দলে ফিরতে চলেছে কলকাতার প্রাক্তন মেয়র? এই নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে। তবে এদিন বৈশাখী ওই সংবাদমাধ্যমকে আরোও বলেন যে দু’জন রাজনৈতিক সহকর্মী যখন পরষ্পরের সঙ্গে দেখা করেন, তখন রাজনীতি নিয়ে কোনও কথাই হয় না, এ রকমটা হওয়া তো কঠিন। তাই পার্থবাবুর সঙ্গে শোভনদার রাজনীতি নিয়েও অনেক কথা হয়েছে। আবার রাজনীতির বাইরেও অনেক কথা হয়েছে।
Be the first to comment