বিধানসভার মৎস্য ও প্রাণীসম্পদ স্থায়ী সমিতির (স্ট্যান্ডিং কমিটি) চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলেন শোভন চট্টোপাধ্যায়। উল্লেখ্য, দীর্ঘদিন তিনি বিধানসভায় না যাওয়ার কারনে ওই কমিটির বৈঠকই হচ্ছে না, একথা জানিয়ে গত শনিবার দুপুরে শোভন চট্টোপাধ্যায়কে ফোন করেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তিনি শোভনবাবুকে অনুরোধ করেন বিধানসভায় আসতে। শোভনও জানিয়েছিলেন, তিনি বিধানসভায় গিয়ে দেখা করবেন। কিন্তু স্পিকারের সঙ্গে দেখা না করে মঙ্গলবার পাঠিয়ে দিলেন নিজের পদত্যাগপত্র।
এদিন শোভনবাবুর এক প্রতিনিধি এসে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে চিঠিটি দিয়ে যান। চিঠিতে শোভন চট্টোপাধ্যায় লিখেছেন, অনিবার্য কারণবশত আমি মৎস্য ও প্রাণীসম্পদ স্থায়ী সমিতির চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিচ্ছি।
Be the first to comment