সময় হলেই রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা দেবে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী কখনও বলেননি DA দেওয়া হবে না। মন্তব্য রাজ্যের কৃষি ও পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের। শনিবার বিধানসভায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শোভনদেব বলেন, “ডিএ দেবেন না এ কথা মুখ্যমন্ত্রী নিশ্চয়ই বলেননি। নিশ্চয়ই ডিএ দেওয়া হবে। সময় হলেই ডিএ দেওয়া হবে।“ তবে সরকারের আর্থিক বিভিন্ন প্রকল্প চালু রাখার জন্য টাকার সংস্থান করতে সমস্যা হচ্ছে বলে স্বীকার করে নিয়েছেন কৃষিমন্ত্রী।
শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, “মুখ্যমন্ত্রী যে প্রকল্পগুলি নিয়েছেন, তা সাধারণ মানুষকে আর্থিকভাবে সাহায্য করছেন, সেই কারণে কোথাও হয়তো একটু অসুবিধা হচ্ছে।“ ডিএ মামলায় কলকাতা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়েছে রাজ্য। শুক্রবার কলকাতা হাইকোর্টে হলফনামা দিয়ে একথা জানিয়েছে রাজ্য সরকার। কৃষিমন্ত্রী বলেন, “যাঁরা ডিএ পাচ্ছেন না, তাঁরা দু’বেলা দু’মুঠো খেতে পান। কিন্তু যাঁদের জন্য মুখ্যমন্ত্রী প্রকল্পগুলি করেছেন, তাঁরা দু’বেলা হয়তো ঠিক মতো খেতেও পান না। তাই মুখ্যমন্ত্রী সেই সব মানুষের কথাও ভাবছেন।“ একই সঙ্গে তিনি জানান, নোবেল জয়ী অমর্ত্য সেন বলেন গরিবের হাতে টাকা দিতে হবে। না হলে উন্নয়ন সম্ভব নয়।
Be the first to comment