আছড়ে পড়তে চলেছে সুপার সাইক্লোন আমফান। এই নিয়ে বিদ্যুৎ দফতরের কি বিজ্ঞপ্তি জেনে নিন। এই বিজ্ঞপ্তির কথা জানান রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়।
তিনি জানান, সুপার সাইক্লোন আমফানের গতিপথ পশ্চিমবঙ্গের ওপর দিয়ে যাবার সম্ভাবনার কথা মাথায় রেখে বিদ্যুৎ দফতর পূর্ণ শক্তি দিয়ে তা মোকাবিলা করার সিদ্ধান্ত নিয়েছে।
১. রাজ্যের সর্বত্র ২৪×৭ মেন্টেনেন্স এর কর্মীরা প্রস্তুত থাকবে।
২. বড় ও ছোট সিড়ি মজুত থাকবে।
৩. কোভিড ও অন্যান্য হাসপাতালে যাতে বিদ্যুৎ বিপর্যয় না হয় তার জন্য বিশেষ ব্যবস্থা।
৪. সকল ডিভিশনেই ট্রান্সফর্মার ও ডিজেল সেটের ব্যবস্থা।
৫. রাজ্যস্তরে বিপর্যয় মোকাবিলার জন্য বিদ্যুৎ ভবনে 24ঘন্টা অফিসার ও কর্মীরা উপস্থিত থাকবেন।
৬. ঘূর্ণিঝড় সংক্রান্ত বিপর্যয়ে সরাসরি বিদ্যুৎ মন্ত্রীর দপ্তর এর ২৪×৭ হেল্পলাইন নম্বর হল 7449300840 ও 9433564184।
Be the first to comment