অবশেষে জল্পনাই সত্যি হল। উপনির্বাচনে খড়দহ থেকেই প্রার্থী হচ্ছেন শোভনদেব চট্টোপাধ্যায়। বিধানসভা উপনির্বাচনের আগে খড়দহে গিয়ে এবার জনসংযোগ শুরু করে দিলেন শোভনদেব চট্টোপাধ্যায় । তৃণমূলের সম্ভাব্য প্রার্থীকে ঘিরে এদিন খড়দহ এলাকায় সাধারণ মানুষের মতো উৎসাহও ছিল চোখে পড়ার মতো।
উপনির্বাচনে খড়দহ কেন্দ্রে প্রার্থী হওয়া নিয়ে এই প্রসঙ্গে শোভনদেব বলেন, ‘দলের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। কিন্তু, আনুষ্ঠানিক ঘোষণা না হওয়া পর্যন্ত কিছু বলতে পারি না। আমি শৃঙ্খলাপরায়ণ মানুষ।’
পাশাপাশি এদিন খড়দহে জয়ের প্রসঙ্গ উঠতেই তিনি বলেন, ‘এখানকার মানুষের উপর নির্ভর করবে। তাঁরা আমাকে দেখবেন, জানবেন। নিশ্চয়ই সিদ্ধান্ত নেবেন। এখন যদি বলি মার্জিন বাড়াব, তাহলে ঔদ্ধত্য হয়ে যাবে’।
উল্লেখ্য, একুশের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে এবার প্রার্থী হন মমতা বন্দ্যোপাধ্যায়। সে কারণে নিজের কেন্দ্র ভবানীপুরে দাঁড়াননি তৃণমূলনেত্রী। তাঁর পরিবর্তে ভবানীপুরে প্রার্থী করা হয় শোভনদেবকে। বিধানসভা ভোটে জেতেবন শোভনদেব। গত ২১ মে ভবানীপুর কেন্দ্রের বিধায়ক পদ থেকে ইস্তফা দেন।
প্রসঙ্গত, নন্দীগ্রামে হাড্ডাহাড্ডি লড়াইয়ে শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হন মমতা বন্দ্যোপাধ্যায়। নিয়ম অনুযায়ী উপনির্বাচনে লড়ে জিততে হবে মুখ্যমন্ত্রীকে। রাজনৈতিক মহলের খবর, ভবানীপুর থেকেই উপনির্বাচনে সম্ভবত লড়বেন মমতা। সে কারণেই শোভনদেব পদত্যাগ করেন।
খড়দহে বিজয়ী তৃণমূল প্রার্থী কাজল সিনহার মৃত্যু হয়েছে। ফলে ওই কেন্দ্রেও উপনির্বাচন হবে। জল্পনা চলছিল, খড়দহ থেকে ভোটে দাঁড়়াতে পারেন শোভনদেব। শেষ পর্যন্ত সেই জল্পনাই সত্যি হল। এর মধ্যে আবার রাজ্যসভায় শোভনদেবকে পাঠানো নিয়েও চর্চা শুরু হয়েছিল।
Be the first to comment