বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সফর ঘিরে ধুন্ধুমার সোদপুর। সোদপুরের ঘোলায় বিজেপি পার্টি অফিসে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ ওঠে। এই পার্টি অফিসে যাওয়ার কথা ছিল বিজেপি রাজ্য সভাপতির। তাঁর যাওয়ার আগেই বিক্ষোভ দেখাতে থাকে স্থানীয় তৃণমূল কর্মীরা । গো-ব্যাক স্লোগান দেওয়া হয়। কালো পতাকা হাতে ‘গো ব্যাক দিলীপ ঘোষ’ স্লোগান চলার সময় দুই দলের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। তৃণমূলের বিরুদ্ধে এলাকায় মিছিল করে বিজেপি কর্মীরা।
মিছিলের পরই সোদপুরের পরিস্থিতি আরও বেশি উত্তপ্ত হয়ে ওঠে। দুষ্কৃতীরা বেশ কয়েকটি দোকান ও বাইক ভাঙচুর করে। পরিস্থিতি সামলাতে RAF নামানো হয়। বিজেপির রাজ্য সভাপতি তাঁর এই জেলা সফর বাতিল করেন। দিলীপ ঘোষের দাবি, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এই তাণ্ডব চালায়। উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূল সভাপতি এই অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ফলে এই সংঘর্ষ হয়েছে।
Be the first to comment