নভেম্বরের মাঝামাঝি লালগড় থেকে মাওবাদী সন্দেহে গ্রেফতার হন সব্যসাচী গোস্বামী, সঞ্জীব মজুমদার, অর্কদীপ গোস্বামী এবং স্বপন ওরফে টিপু সুলতান। শুক্রবার তাঁদের মুক্তি দাবি করে মাওবাদী পোস্টার দেখা গেল সোদপুর স্টেশনে। পোস্টারে লেখা আছে, মিথ্যা মামলায় সিআরপিপি-র সম্পাদক সঞ্জীব মজুমদার, কবি ও প্রাবন্ধিক সব্যসাচী গোস্বামী সহ গণআন্দোলনের কর্মীদের ফাঁসানো হচ্ছে। বুদ্ধিজীবী ও গণআন্দোলনের কর্মীদের ওপরে আক্রমণ নামিয়ে এনে বিপ্লব ঠেকানো যাবে না। সাম্প্রদায়িকতা, মৌলবাদ ও রাষ্ট্রীয় সন্ত্রাসের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলুন।
সোদপুর স্টেশন এই সব পোস্টারে ছেয়ে দেওয়া হয়েছে। খড়দা থানার পুলিশ এসে ছিঁড়ে ফেলেছে পোস্টারগুলি। কে বা কারা পোস্টারগুলি লাগিয়েছে, খোঁজ নিয়ে দেখা হচ্ছে।
লালগড় থেকে ধৃতদের মধ্যে টিপু সুলতান বীরভূমের বাসিন্দা। বাকি তিনজন কলকাতা থেকে গিয়েছিলেন। তাঁদের মধ্যে সব্যসাচীর নাম পুলিশ আগে থেকেই জানত। শোনা যায়, তিনি পশ্চিমবঙ্গে প্রথম সারির মাওবাদী নেতা। পুলিশের দাবি, তাঁদের কাছে বেশ কিছু লিফলেট পাওয়া গিয়েছে। তাতে আদিবাসীদের উদ্দেশে আহ্বান জানানো হয়েছে, তাঁরা যেন মাওবাদীদের সমর্থনে হাতে অস্ত্র তুলে নেন।
গোয়েন্দারা আগেই জানিয়েছিলেন, মাওবাদীরা আবার ঝাড়খণ্ড-পশ্চিমবঙ্গ সীমান্তে জোট বাঁধছে। পুলিশ ও সিআরপি-র চাপে তাদের কয়েকজন নেতা সম্ভবত পুরুলিয়া, ঝাড়গ্রাম অথবা পশ্চিম মেদিনীপুরের সীমান্তে গোপন আশ্রয়ে রয়েছেন।
Be the first to comment