অতিরিক্ত সংবেদনশীল মানুষের বলিউডে আসা উচিত নয়। উঠতি একজন মডেলের কী করা উচিত আর কী উচিত নয়, তা নিয়ে এবার মুখ খুললেন সোহা। শুক্রবার এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি বলেন, মডেলিং নিয়ে খুব বেশি কিছু বলতে পারব না। কিন্তু, অভিনয় নিয়ে বলতে পারি। আমার মনে হয়, খুব নরম মনের মানুষদের এই ইন্ডাস্ট্রিতে আসা উচিত নয়। অনেক সমালোচনা শুনতে হবে। তার জন্য নিজেকে তৈরি রাখা দরকার। আর সোশাল মিডিয়ায় তো প্রত্যেকে নিজের মতামত জানাবে। আর নরম মনের মানুষ হলে সেগুলো পড়ে সহজেই ভেঙে পড়বে।
জানা গিয়েছে, সম্প্রতি পেরিলস অফ বিং মডারেটলি ফেমাস বইটি লিখেছেন সোহা। এবার স্বামী কুণালের সঙ্গে মিলে রাম জেঠমালানির বায়োপিকের প্রযোজনা করতে চলেছেন তিনি। এটিই তাঁদের প্রযোজনায় প্রথম ছবি। এদিন ছবি প্রসঙ্গে সোহা বলেন, রাম জেঠমালানি নয় দশক বেঁচে ছিলেন। তাই, কোন সময়টায় ফোকাস করে ছবিটা বানানো হবে তা আগে ঠিক করতে হবে। এখন ছবির গল্পটা নিয়েই কাজ চলছে। গল্প তৈরি হয়ে গেলে কারা অভিনয় করবেন তা নিতে ভাবনাচিন্তা করা যাবে।
প্রসঙ্গত, তিগমাংশু ধুলিয়ার পরবর্তী ছবি সাহেব, বিবি অউর গ্যাংস্টার থ্রিতে দেখা যাবে সোহাকে। সঞ্জয় দত্ত, জিমি শেরগিল, মাহি গিল ও চিত্রাঙ্গদা সিং রয়েছেন এই ছবিতে। এবছর জুলাইতেই মুক্তি পেতে পারে ছবিটি।
Be the first to comment