রাজ্যে দ্বিতীয় দফার নির্বাচনে সকাল থেকেই একাধিক জায়গায় বিক্ষিপ্ত অশান্তির খবর মিলেছে। বৃহস্পতিবার চন্ডীপুর বিধানসভার ভগবানপুরের ১ নম্বর ব্লকের মহম্মদপুরের ২৪ নং বুথে বিজেপির এজেন্টকে মারধরের অভিযোগ উঠল খোদ তৃণমূল প্রার্থী সোহম চক্রবর্তীর দেহরক্ষীর বিরুদ্ধেই।
জানা গিয়েছে, এদিন কেন্দ্রীয় বাহিনী তৃণমূল প্রার্থী সোহমকে ভোট কেন্দ্রে ঢুকতে বাধা দিলে বচসার সূত্রপাত হয়। তৃণমূলের অভিযোগ, এদিন সকাল থেকেই বিজেপির এক এজেন্ট সোহমকে উত্যক্ত করার চেষ্টা করছিলেন। বিজেপির ওই এজেন্ট সোহমকে উদ্দেশ্য করে কটূক্তি করলে সমস্যার সূত্রপাত হয়।
বিজেপির অভিযোগ, সোহমের দেহরক্ষী সিআরপিএফ-এর লাঠি কেঁড়ে নিয়ে তাঁদের পোলিং এজেন্ট রঞ্জন মাইতিকে বেধরক মারধর শুরু করেন। সমস্ত ঘটনা সোহমের উপস্থিতিতেই ঘটে বলে অভিযোগ।
আক্রান্ত বিজেপি এজেন্টের দাদার অভিযোগ, তাঁর ভাইয়ের খোঁজ পাওয়া যাচ্ছে না। সোহমের দেহরক্ষীর বিরুদ্ধেই অভিযোগ এনেছেন তিনি। বেধড়ক মারধরে ওই এজেন্ট অসুস্থ হয়ে পড়েন বলেও অভিযোগ তাঁর।
Be the first to comment