জয়েন্টের মেইন’সে প্রথম ২০ জন, পুরো নম্বর পেলেন অনেকেই

Spread the love

জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা বা JEE মেইন- সেশন ওয়ানের  ফল প্রকাশ করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি। মঙ্গলবার এনটিএ-র পক্ষ থেকে জানানো হয়েছে, পরীক্ষার্থীরা তাঁদের আবেদনপত্রে দেওয়া নম্বর ব্যবহার করে  jeemain.nta.nic.in- ওয়েবসাইটে গিয়ে ফলাফল দেখতে এবং ডাউনলোড করতে পারবেন।

তবে ফলাফল বেরতেই দেখা গেল জয়েন্ট এন্ট্রান্স মেইন’স (জানুয়ারি) ইঞ্জিনিয়ারিংয়ের ফলাফলে ২০ জন প্রথম। ১০০-য় ১০০ পেলেন ২০ জন পরীক্ষার্থী, ঘোষণা করল এনটিএ। প্রথম স্থান অধিকারীদের তালিকায় আছেন লেক গার্ডেন্সের সোহম দাস। সোহম ডিপিএস, রুবি পার্কের ছাত্র। এবারের পরীক্ষায় অংশ নিয়েছিলেন প্রায় ৮ লক্ষ পরীক্ষার্থী। বাংলা, ইংরাজি, হিন্দি, গুজরাতি সহ ১৩টি ভাষায় পরীক্ষাগ্রহণ করা হয়।

এ বছরের ২৪, ২৫, ২৯, ৩০, ৩১ জানুয়ারি এবং  পয়লা ফেব্রুয়ারি জেইই মেইন সেশন ওয়ানের পরীক্ষা নেওয়া হয়েছিল। এবছর ৯ লক্ষের বেশি ছাত্রছাত্রী রেজিস্ট্রেশন করেছিলেন।

এই বছরের ৬ থেকে ১২ এপ্রিল পর্যন্ত জেইই মেইন দ্বিতীয় সেশনের পরীক্ষা নেওয়া হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*