শুক্রবার ভোরে বাগদাদ বিমানবন্দরের সামনেই রকেট হামলায় মৃত্যু হয়েছে ইরানি কুদস সেনাপ্রধান কাসেম সোলেমানির। তার কয়েক ঘণ্টা পরেই বাহিনীর নতুন প্রধানের নাম ঘোষণা করল ইরান। সোলেমানির জায়গায় ইসলামিক রেভোলিউশনারি গার্ডসের কুদস বাহিনীর নতুন প্রধান হয়েছেন ইসমাইল কানি। ইসলামিক রেভোলিউশনারি গার্ডস-এর অফিসিয়াল ওয়েবসাইটে এই ঘোষণা করেছেন ইরানের সেনাবাহিনীর প্রধান আয়াতুল্লাহ আলি খোমেইনি। তিনি বলেন, “জেনারেল হজ কাসেম সোলেমানি শহিদ হওয়ার পরে জেনারেল ইসমাইল কানিকে কুদস বাহিনীর প্রধান করা হল।” ১৯৮০-৮৮ সালের ইরান-ইরাক যুদ্ধের সময় জেনারেল কানি উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিলেন বলে জানান সেনাপ্রধান।
নতুন প্রধানের নাম ঘোষণা ছাড়াও কুদস সেনার উদ্দেশে আয়াতুল্লাহর বার্তা, “সেনাবাহিনীকে যে নির্দেশ দেওয়া আছে সেই নির্দেশের কোনও অন্যথা হবে না। পরিস্থিতি যাই হোক নিজেদের কাজ চালিয়ে যেতে হবে। জেনারেল সোলেমানির দেখানো স্বপ্ন সত্যি করে তুলতে হবে। জেনারেল সোলেমানির শেষকৃত্যে সেনার সবাইকে উপস্থিত থাকার আবেদন করছি। সেখানেই আমরা আগামীর শপথ নেব।”
শুক্রবার ভোরে এই হামলার পর পেন্টাগনের তরফে একটা বিবৃতি প্রকাশ করা হয়। এই বিবৃতিতে বলা হয়, “জেনারেল সোলেমানি বহুদিন ধরে ইরাকে বসবাস করা মার্কিন নাগরিক ও কূটনীতিবিদদের বিরুদ্ধে হামলা চালানোর পরিকল্পনা করছিলেন। গত কয়েক মাসে এই এলাকায় হওয়া সবকটি হামলার দায়ও তাঁর।” এই হামলায় ইরাকের কাতাইব হিজবুল্লাহ নেতা আবু মেহদি আল-মুহানদিসও খতম হয়েছেন। এই মুহানদিসের বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি ইরাকে মার্কিন সেনার উপর রকেট হামলা চালিয়েছিলেন। গত শুক্রবার ইরাক ও সিরিয়াতে থাকা কাতাইব হিজবুল্লাহ গোষ্ঠীর কিছু ক্যাম্পের উপর মার্কিন বায়ুসেনার হামলার পরে বাগদাদে মার্কিন দূতাবাসে হামলা চালায় এই গোষ্ঠীর সদস্যরা।
অন্যদিকে ইরানের সেনাবাহিনীর প্রধান আয়াতুল্লাহ আলি খোমেইনি সতর্ক করেছেন আমেরিকাকে। তিনি বলেছেন “যে শত্রুরা সোলেমানির রক্তে নিজেদের হাত নোংরা করল তাদের বিরুদ্ধে নৃশংস বদলা নেওয়া হবে। সোলেমানির কাজ ও পথ চলা থামবে না। সেই কাজ আমরা এগিয়ে নিয়ে যাব।”
ইরানের বিদেশমন্ত্রী মহম্মদ জাভেদ জারিফ জানিয়েছেন, “মধ্যপ্রাচ্যর পরিস্থিতি খারাপ বলে যে দাবি আমেরিকা করে তা সম্পূর্ণ মিথ্যে। এই মিথ্যের আশ্রয় নিয়ে ইসলামের কম্যান্ডার কাসেম সোলেমানিকে হত্যা করল তারা। এই হত্যা ব্যর্থ যাবে না। এবার আমেরিকা বুঝতে পারবে, মধ্যপ্রাচ্যর পরিস্থিতি কী হতে পারে? আমেরিকাকে এই হামলার মূল্য চোকাতে হবে।” সোলেমানির মৃত্যুতে ইরানে তিন দিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে।
Be the first to comment