‘কংগ্রেসের কিছু নেতা বিজেপির হয়ে কাজ করছেন’, গুজরাটে কংগ্রেস নেতাদের বিরুদ্ধে তোপ রাহুলের

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- কংগ্রেসের কিছু নেতা বিজেপির হয়ে কাজ করছেন। শনিবার গুজরাটে এক দলীয় অনুষ্ঠান থেকে এমনই গুরুতর অভিযোগ করলেন কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি। এমনকি প্রয়োজনে ৩০-৪০ জন কংগ্রেস নেতাকে দল থেকে বরখাস্ত করা হতে পারে বলে হুঁশিয়ারিও দিয়েছেন রাহুল।

২০২৭ সালে গুজরাটে বিধানসভা নির্বাচন রয়েছে। তার আগে বিজেপি শাসিত গুজরাটে কংগ্রেসের সংগঠন মজবুত করার কাজ ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন রাহুল। গুজরাট সফরের দ্বিতীয় দিনেই রাহুল অভিযোগ তোলেন, গুজরাটে কংগ্রেস নেতাদের একাংশ গোপনে বিজেপির হয়ে কাজ করছে। রাহুল বলেন, ‘গুজরাটের কংগ্রেস কর্মীদের মধ্যে দুই ধরণের মানুষ রয়েছে। এক যারা জনগণের জন্য লড়াই করে, তাঁদের সম্মান করে এবং হৃদয়ে কংগ্রেসের আদর্শ ধারণ করে। আর কয়েকজন যারা জনগণের থেকে বিচ্ছিন্ন এবং তাঁদের সম্মান করে না, তাঁরা বিজেপির সঙ্গে যুক্ত রয়েছে।’
এরপরই বিজেপির হয়ে কাজ করা কংগ্রেস নেতাকর্মীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে রাহুল বলেন, ‘যদি আমাদের গুজরাটের জনগণের সঙ্গে সংযোগ স্থাপন করতে হয়, তাহলে দু’টি জিনিস করতে হবে। প্রথম কাজ হল এই দু’টি দলকে আলাদা করা। এমনকি এর জন্য যদি আমাদের ১০, ১৫, ২০, ৩০, ৪০ জনকে অপসারণ করতে হয়, আমরা তা করতেও প্রস্তুত।’
রাহুলের এই মন্তব্যের পালটা জবাব দিতে ছাড়েনি বিজেপি নেতৃত্ব। বিজেপির মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা রাহুলকে কটাক্ষের সুরে বলেন, ‘রাহুল গান্ধি নিজের দলকেই নির্মমভাবে ট্রোল করেছেন। তাঁর একটু দ্বিধাবোধ করা উচিত ছিল।’ তিনি আরও বলেন, ‘নির্বাচনে হেরে যাওয়া যদি শিল্প হয়, তাহলে রাহুল গান্ধি হলেন শিল্পী। তিনি ৯০+ নির্বাচনে হেরেছেন। আপনি বিজেপির সবচেয়ে বড় সম্পদ। আপনি কি নিজে বিজেপির সঙ্গে জড়িত?’
প্রসঙ্গত, ১৯৯৫ সাল থেকে গুজরাটে ক্ষমতায় বিজেপি। ২০১৭-র বিধানসভা নির্বাচনে কংগ্রেস বিজেপিকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলেছিল। কিন্তু ২০২২-এ রাহুল গান্ধী গুজরাটের বিধানসভা ভোট নিয়ে কার্যত কোনও আগ্রহই দেখাননি। ২০২৭-কে পাখির চোখ করে কংগ্রেস আগামী এআইসিসি-র অধিবেশন গুজরাটে করতে চলেছে। ২০২৫-এ গোটা কংগ্রেসেরই সংগঠন চাঙ্গা করার লক্ষ্য নেওয়া হয়েছে। প্রায় ৬৪ বছর পরে গুজরাতটে সর্বভারতীয় কংগ্রেসের অধিবেশন বসবে। ৮ থেকে ৯ এপ্রিলের অধিবেশনে প্রথমে আহমদাবাদে সর্দার পটেল স্মৃতিসৌধে বর্ধিত কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*