রাজ্যে ফিরলে পড়ুয়া ও শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষার জন্য মুখ্যমন্ত্রীকে চিঠি সোমেনের

Spread the love

শীঘ্রই ভিনরাজ্যে আটকে পড়া এ রাজ্যের বাসিন্দারা ঘরে ফিরবেন। তাঁদের উপযুক্ত স্বাস্থ্য পরীক্ষার আবেদন জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফের চিঠি দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। তবে শুধু শ্রমিক নয়, এ রাজ্যের একাধিক পড়ুয়া ও পর্যটক লকডাউনের জেরে একাধিক জায়গায় আটকে পড়েছেন। তাঁদের দ্রুত রাজ্যে ফিরিয়ে আনার জন্য প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র একাধিকবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছেন।

আগামীকাল রাজস্থানের কোটা থেকে এ রাজ্যের পড়ুয়ারা ফিরছেন। রাজ্যে ঢোকার আগে তাঁদের সবরকম স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষার আবেদন জানিয়েছেন তিনি। এরপরও যাঁরা ফিরবেন তাঁদেরও পরীক্ষার দাবি জানান সোমেন মিত্র।

তিনি বলেন, “দীর্ঘদিন ধরে রাজ্যের বাইরে থাকা অনেকে ঘরে ফেরার অপেক্ষায় ছিলেন । লকডাউন কতদিন চলবে তা এখনও সিদ্ধান্ত হয়নি। রাজ্যের বাইরে বিভিন্ন প্রতিকূলতার সঙ্গে লড়াই করে অনাহারে-অর্ধাহারে যাঁরা ছিলেন তাঁদের উপযুক্ত স্বাস্থ্য পরীক্ষা করে বাড়ি পৌঁছে দেওয়া উচিত রাজ্য সরকারের। যদি কারও শরীরে কোরোনা ভাইরাসের সংক্রমণ থেকে থাকে তাহলে বিপদ ঘটবে। রাজ্য সরকারের উচিত স্বতঃপ্রণোদিত হয়ে সরকারি খরচে ঘরে ফেরা মানুষদের স্বাস্থ্য পরীক্ষা করা।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*