শারীরিক অবস্থা ভালো নেই প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রের। শুক্রবার দুপুর থেকে ফের অসুস্থ হয়ে পড়েছেন তিনি। ডায়ালিসিস চলছে তাঁর। শনিবারও একবার ডায়ালিসিস হয়েছে তাঁর। বর্তমানে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তিনি।
কিডনির সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছেন সোমেন মিত্র। মাঝে অসুস্থ হয়ে পড়েন তিনি। তারপর থেকে গত আটদিন ধরে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি কিন্তু গতকাল শারীরিক অবস্থার অবনতি হয়। পরিবারের তরফে জানানো হয়েছে, প্রবল দুর্বলতা অনুভব করছেন তিনি। আর সেকারণে শুক্রবার বাড়ির লোকজনের সঙ্গেও ঠিকভাবে কথা বলতে পারেননি।
চিকিৎসকরা জানিয়েছেন, শরীরে জল জমেছে তাঁর। আরও বেশ কিছুটা জল বের করতে হবে। তাই আরও কয়েকদিন পর্যবেক্ষণে রাখা হবে তাঁকে। দুপুরে খেয়েছেন। তারপর ফের ডায়ালিসিস শুরু হয়েছে।
৭৯ বছর বয়সে কিডনির পাশাপাশি বার্ধক্যজনিত সমস্যাও দেখা দিয়েছে। তাঁর শরীরে কোরোনা ভাইরাস আছে কি না, তাও পরীক্ষা করা হয়েছে। রিপোর্ট নেগেটিভ এসেছে। তবে, হাসপাতাল থেকে তিনি কবে ছুটি পাবেন, সে বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেননি চিকিৎসকরা। হার্টের সমস্যায় থাকায় আগামী সপ্তাহের গোড়ার দিকে পেসামেকার বসানোর জন্য সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা।
Be the first to comment