রাজ্যে তৃণমূল কংগ্রেসের সঙ্গে কোনও জোট নয়। তবে লোকসভা নির্বাচনে বামেদের সঙ্গে কোনও জোট হবে কিনা তা নিয়ে সিদ্ধান্ত হলো না শনিবারের বৈঠকে। আসন্ন নির্বাচনে দলের রণকৌশল ঠিক করতে শনিবার দিল্লিতে ছিলো কংগ্রেসের গুরুত্বপূর্ণ বৈঠক। সেই বৈঠকে পশ্চিমবঙ্গ থেকে হাজির ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র ও কংগ্রেসের পরিষদীয় দলনেতা আবদুল মান্নান। এদিনের বৈঠকে প্রত্যেক রাজ্যের নেতৃত্বের সঙ্গে আলাদা করে বৈঠক করেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। তেমনই বৈঠকে সোমেন ও মান্নানের সঙ্গে পশ্চিবঙ্গের রণনীতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
তবে সোমেনবাবু এদিনের বৈঠকের পর সাংবাদিকদের বলেন, রাহুল গান্ধী বলেছেন, একমাত্র সম্মানজনক শর্তে তৃণমূলের সঙ্গে নির্বাচনী সমঝোতায় যেতে পারে কংগ্রেস। শর্ত সম্মানজনক না হলে সমঝোতা কখনও সম্ভব নয়। তাই তৃণমূলের সঙ্গে কংগ্রেস কখনও সমঝোতায় যাবে না। এটাই চূড়ান্ত সিদ্ধান্ত।
রাজ্যে ৪২টি লোকসভা আসন রয়েছে। তার মধ্যে ৩৪টি আসন গত লোকসভা নির্বাচনে জিতেছে তৃণমূল। ৪টি জিতেছে কংগ্রেস।
Be the first to comment